রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
পাক অধিকৃত কাশ্মীরের সারদা পীঠ মন্দির, মুসলিমরা বুক দিয়ে আগলাচ্ছে হিন্দু মন্দিরকে বাংলাদেশের কমলগঞ্জে মনিপুরীদের বৃহৎ রাসপূর্ণিমা উদযাপিত সীতাকুণ্ড স্রাইন কমিটির নির্বাচনে জয়ী হলেন এড: চন্দন দাশ – এড: সমীর দাশগুপ্ত জমকালো আয়োজনের মধ্য দিয়ে সনাতন টিভি’র ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কিশোরগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ীর জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জন দেওয়ার সময় গরমজল গরুর মাংসের ঝোল নিক্ষেপ নানা অলৌকিক কাহিনী নিয়ে নরসিংদীর চিনিশপুরের কালী মন্দির, জানলে শিহরিত হবার মত বাংলাদেশ মাইনোরিটি ওয়াচ এর সভাপতি এডভোকেট রবীন্দ্র ঘোষকে হত্যার হুমকি দেশের উন্নয়নে সাম্প্রদায়িক সম্প্রীতি কাজে লাগাতে হবে : নওফেল কলকাতার জীবন্ত কালী মা শ্যামসুন্দরী, স্বয়ং প্রকটিত হয়ে মা নিজেই চাল কলা খেয়েছিলেন ছয় বছর ধরে নিজেদের তৈরি প্রতিমায় পূজা করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন রাউজানের তিন শিক্ষার্থী

শ্রীমঙ্গলে শ্রী শ্রী মঙ্গলচন্ডিতে দেবী দূর্গার ৯ রূপে পূজা

৯ রূপে দেবী দূর্গা

Spread the love

মৌলভীবাজার: শ্রীমঙ্গলের একটি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজার ৫ দিন আগেই শুরু হয়েছে দেবী দূর্গার পূজা। মন্ডপের প্রধান পুরহিত দিপংকর ভট্টাচার্য জানান, জঙ্গিবাদসহ জগতের সকল অশুভ দূর করে শুভ ও সুন্দরের বহি প্রকাশ ঘঠাতে এবং বিশ্ব জলবায়ূ পরিবর্তনের করাল গ্রাস থেকে পৃথিবীকে রক্ষার জন্য তারা বৈদিক নিয়ম অনুযায়ী এ পূজা করছেন।

পুরহিত ও পূজারীদের বিশ্বাস দেবীর দূর্গার আর্শিবাদে জগতের সকল আসুরিক শক্তি দূর হবে আর পৃথিবীতে ফিরে মানব বসবাসের উপযোগী পরিবেশ। দেবী দূর্গার ৯দিন ব্যাপী এ পূর্জাচনার ফলে বিশ্ব হবে শান্তিময় এমনটাই প্রার্থনা ভক্তবৃন্দের।

রোববার দুপুরে শ্রীমঙ্গল সাতগাও ইউনিয়নের ইছামতি চা বাগানে ৫শত বছরের পুরাতন শ্রী শ্রী মঙ্গলচন্ডি তলিতে বৈদিক নিয়ম অনুযায়ী দেবীর পৃথক ৯টি রূপের কাঠাম তৈরী করে আজ রোবার প্রথম দিন দেবীর শৈলপুত্রী রুপে পূজা করা হয় বলে জানান, পূজা আয়োজন কমিটির সভাপতি পরিমল ভৌমিক। তিনি আরো জানান, এটি তাদের নবম আয়োজন।

 

 

আগামী নবমী তিথি পর্যন্ত ৯দিন ব্যাপী শাস্ত্রীয় বিধানমতে দেবীর ৯টি রুপ শৈলপুত্রী, ব্রম্ম্রচারিণী, চন্দ্রঘন্টা, কুষ্মান্ডা, স্কন্ধ মাতা, কাত্যায়নী, কালো রাত্রী, মহা গৌরী ও সিদ্ধিদাত্রী রূপে পূজা করা হবে। দশমীতে করা হবে বিসর্জন- জানান আয়োজক কমিটির সহ-সভাপতি সুরঞ্জিত দাশ।

এদিকে এ পূজা দেখতে সকাল থেকেই পূজা মন্ডপে ভীর হচ্ছে প্রচুর দর্শনার্থীর। মন্দির প্রাঙ্গণে বসেছে মেলা।

পূজা কমিটির সাধারণ সম্পাদক দিলীপ দত্ত জানান, শ্রী শ্রী মঙ্গলচন্ডির এই তলিতে আনুমানিক প্রায় ৫শত বছর পূর্বে দেবী দূর্গার মঙ্গলচন্ডি রুপে পূজা হতো। প্রাচীন এ দেবস্থলিতে তারা বিগত ৯ বছর পূর্বে বিশেষ এ পূজার আয়োজন করেন। তবে প্রাকৃতিক পরিবেশে প্রত্যন্ত পাহাড়ী এলাকায় প্রতিষ্ঠিত এ মন্দিরটির অবকাঠামোগত বেশ উন্নয়ন প্রয়োজন এ জন্য সরকার ও বৃত্তবানদের সহায়তাও তারা কামনা করেন।

 

 

পূজা দেখতে আসা চট্টগ্রামের অধিবাসী সজল দাশ জানান, জীবনে প্রথম তিনি নয় দূর্গার পূর্জা দেখেছেন। এ পূজা দেখতে পেরে নিজেকে ধন্যমনে করছেন।

অপর দিকে শ্রীমঙ্গল রুপসপুর সার্বজনীন দূর্গামন্দিরে পাথরের মূর্তি প্রতিষ্টার পর রোববার দুপুরে ধর্মীয় বিধান অনুযায়ী দেবী দূর্গার স্থায়ী মূর্তির প্রাণ প্রতিষ্টা করা হয়।



আমাদের ফেসবুক পেইজ