গত ০৫’জুলাই’২০২৪ রোজ শুক্রবার মহা ধুমধাম ও জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়ে গেল ” সনাতন ৯২ বন্ধু পরিবারের” ঢাকা বিভাগীয় কমিটি ঘোষণা ও মতবিনিময় সভা। সভায় সারাদেশের ৯২ ব্যাচের সনাতনী বন্ধুরা অংশগ্রহণ করেন। উক্ত সভায় উপস্থিত ছিলেন মজুমদার গ্রুপের কর্ণধার চিত্তরঞ্জন মজুমদার।
এছাড়াও গ্রুপের অন্যতম সদস্য অধীর বিশ্বাস, নিখিল চক্রবর্তী, আশিক রায়, সমর বিট, মুক্তা লৌহ, সুপ্রিয় পন্ডিত, সুব্রত কর্মকার ও দেশের দুরদুরান্ত থেকে আগত সকল বিভাগ, জেলা ও উপজেলার সনাতনী ৯২ বন্ধু পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সনাতন ৯২ বন্ধু পরিবারের অন্যতম সদস্য অধীর বিশ্বাস গ্রুপের লক্ষ্য উদ্দেশ্য ও দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। তিনি আশা প্রকাশ করেন অদুর ভবিষ্যতে সনাতন ৯২ বন্ধু পরিবার একটি আন্তর্জাতিক সনাতনী প্লাটফর্ম এ পরিনত হবে। সারাদিন ব্যাপি অনুষ্ঠানের পরিশেষে সবাই ধন্যবাদ জানিয়ে অধীর বিশ্বাস মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করেন।