প্রদীপ্ত দেব
গঙ্গাদশহরা তিথিতে, মা গঙ্গার ধরণীতলে অবতরণ করেন আর এই দিনে ধরণীতে আর্বিভাব ঘঠে ব্রজবিদেহী মহাপুরুষের। ১লা আষাঢ় ১৪৩১ বাংলা, ১৬ই জুন ২০২৪ইং, রোজঃ রবিবার, শ্রীনম্বার্ক সম্প্রদায়ী স্বভূরাম দেবাচার্য্য দ্বারানুবর্তী ৫৫তম আচার্য্য ব্রজবিদেহী চতুঃসম্প্রদায়ী শ্রীমহন্ত অনন্ত শ্রীবিভূষিত স্বামী সন্তদাস কাঠিয়াবাবা মহারাজজীর ১৬৫তম শুভ আবির্ভাব মহোৎসব গুরুকুল রোড,
শ্রীবৃন্দাবনধাম, উরিষ্যা, গোপালধাম, কলকাতা, পশ্চিমবঙ্গসহ সমগ্র ভারতবর্ষ, আমেরিকা, কানাডাসহ বিশ্বের সকল স্থানে নিম্বার্ক আশ্রমে এবং বাংলাদেশে শ্রীহট্ট নিম্বার্ক আশ্রম সিলেটে ও বাবাজী মহারাজজীর জন্ম পূর্ণ ভূমি গোপালজী রাধাবিহারী আশ্রম (সন্তধাম) বামৈ, হবিগঞ্জে মহাসমারহে উদযাপনিত হবে। শ্রীধাম বৃন্দাবনস্থ কাঠিয়াবাবা কা স্থান আশ্রম প্রতিষ্ঠা দিবস।