শ্রী শ্রী শ্যাম্যা পূজা ও দীপাবলী উৎসব ২০২২ উপলক্ষে ১০ নং সলিমপুর, শীল বাড়ী অন্তর্গত জ্যৌর্তিময় গীতা সংঘের উদ্দ্যোগে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে।মাঙ্গলিক অনুষ্ঠান মালার মধ্যে রয়েছে মঙ্গল প্রদীপ প্রজ্জলন,গীতাপাঠ ,চন্ডীপাঠ,শ্রী শ্রী শ্যাম্যা মায়ের পূজা ও মহাপ্রসাদ বিতরন। অনুষ্ঠানে গীতাপাঠ ,চন্ডীপাঠ করবেন জ্যৌর্তিময় গীতা সংঘের সদস্যবৃন্দ।অনুষ্ঠানটি মিডিয়া পার্টনার হিসাবে সনাতন টিভি সম্প্রচার করবেন।