সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাতক আসামী শামীম আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ এবং অপহরনকৃত নাবালিকা ছাত্রী তনুশ্রী অধিকারীকেও উদ্ধার করেছে।
১৬ই এপ্রিল শুক্রবার সকাল ১০.৩০ মিনিটের সময় খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার কৈয়া বাজার এলাকা থেকে শানীমকে গ্রেফতার করা হয় এবং তার সাথে থাকা নাবালিকা ছাত্রীকেও উদ্ধার করা হয়।
উল্লেখ্য,প্রধান শিক্ষক শামীম আহমেদ ১৬বছর বয়সী এই নাবালিকা ছাত্রীকে অপহরণ করে ধর্মান্তরিত করে বিয়ে করেন এবং অতীতেও সে একাধিক বিয়ে করে আলোচিত হন।