বিজয় চন্দ্র সরকার
জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ।
বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট কিশোরগঞ্জ জেলা শাখা কতৃক আয়োজিত রাম নবমী উপলক্ষে শুভ অধিবাসের মধ্য দিয়ে শ্রী রাম পূজা ও বিশ্বের সকল সনাতন ধর্মাবলম্বীদের মঙ্গল কামনায় হোম যজ্ঞ
পরেমেশ্বর ভগবান শ্রীরামচন্দ্রের জম্মতিথি রাম নবমী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট কিশোরগঞ্জ জেলা শাখা বর্ণাঢ্য আয়োজনে
সতাল জারুই তলা সরকারি প্রাইমারি স্কুল সংলগ্ন দোল মাঠ অঙ্গনে বুধবার(১৭ এপ্রিল) পুরুষোত্তম শ্রীশ্রী রাম চন্দ্রের পূজোৎসব -২০২৪ অনুষ্ঠিত হয়।
রাম নবমী উদযাপন উপলক্ষে পূজোৎসবে আগত শতশত ভক্তবৃন্দের অংশ গ্রহনে নানা আয়োজনে সানাই ও বাদ্য যন্ত্রের তালে তালে, মহিলা ভক্তবৃন্দের উলু ধ্বনিতে উৎসব মূখর আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে তিন দিনব্যাপী রাম নবমী উৎসব উদযাপিত হচ্ছে।
দুপুরে পূজা শেষে এতদ্ অঞ্চলের সর্বস্তরের ভক্তবৃন্দের জন্য প্রসাদ সেবার আয়োজন করা হয়েছে।
রাম নবমী উৎসব দেশব্যাপীই প্রথা মেনে পালন করা হয়। এই দিনটির ধর্মীয় মাহত্ম্য অনেক। প্রাচীন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী রাম নবমীর বিশেষ গুরুত্ব রয়েছে। প্রাচীন বিশ্বাস অনুযায়ী এই দিনে অযোধ্যার রাজা দশরথের প্রথম সন্তান ভগবান শ্রীরামের জন্মদিন। তাই এই দিনটির মাহাত্ম্য হিন্দু ধর্মে অনেক। এটি একটি পবিত্র দিন হিসেবে পালন করা হয়।