তরুণ বিশ্বাস
১৪ জুলাই রবিবার বিকাল ৪টায় যাদবপুর চট্টগ্রাম পরিষদ কেন্দ্রীয় কার্যালয়ে কলকাতাস্হীত সাহিত্যের আলোকের ১৫ তম বার্ষিক রত্ন ভূষন সন্মান শীর্ষক রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলামের কবিতাপাঠ,আবৃত্তি, ছড়াগান ও আলোচনা সভা কবি প্রদীপ দত্তের সভাপতিত্বে ও কবি অনুরাধা চক্রবর্তী’র সঞ্চালনায় অনুষ্ঠিত কবিদের নিয়ে কবিতাপাঠ করেন বিশ্বজিৎ সেনগুপ্ত,জয়া চৌধুরী,শ্রিপ্রা আঢ্য বন্দ্যোপাধ্যায়,অরুণ ভট্টাচার্য,পিযুষ সেন,রাখাল দাশ,পঙ্কজ দেবনাথ,বিশ্বনাথ অধিকারী,বরুণ ব্যানার্জি,প্রদীপ সেন,রাজু সরকার,অরুণ কুমার সাঙ্গারা,চন্দনা কুন্ডু,সঞ্জয় কুমার দে,সজল কান্তি দাসগুপ্ত,মহুয়া রায়, তরুণ বিশ্বাস,অসীম মুখার্জী,গৌতম রায়,বাচ্চু হালদার,রীমা সিকদার,সবিতা সাহা,অনিমা সরকার,পার্থ সর্দার সরকার,মিতালী মুখার্জী,সুতপা কর,রাজ দ্বীপ্ত মিত্র,অদৃশ্য নাথ,রাধেশ্যাম দাশ,অদিতি চট্টোপাধ্যায়, সমীর কুমার সরকার, হীরা সরকার,মৌটুসী দত্ত,মিলি দাশ,নীলাঞ্জনা মাইতি প্রমুখ।সভার শেষে কবিদের রত্ন ভূষন সন্মান সনদ বিতরণ করা হয়।