অজয় মিত্র, সনাতন টিভি
শুক্রবার (৩১ জানুয়ারী) চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল সংলগ্ন সচেতন সনাতনী গীতা সংঘের পরিচালনায় শ্রী শ্রী কৃষ্ণ মন্দিরের দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব।
দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে, উষা কীর্তন, সুর সঙ্গীত নিকেতনের পরিবেশনায় সকলের মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা, প্রদর্শন দেবনাথের কন্ঠে শ্রীমদ্ভগবতগীতা পাঠ, শ্রী শ্রী কৃষ্ণ পূজা ও রাজভোগ নিবেদনে পৌরহিত্য করবেন শ্রী শ্রী কৃষ্ণ মন্দিরের পুরোহিত পন্ডিত শ্রী বিপ্লব পারিয়াল, দুপুরে মহাপ্রসাদ আস্বাদন।
এইদিন দুপুর ২টায় ধর্মসভা। এতে উদ্বোধক হিসেবে থাকছেন পটিয়া পাঁচুরিয়া তপোবন আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজ। ধর্মসভায় সভাপতিত্ব করবেন মন্দির পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শ্রী প্রতাপ দাশ (প্রদীপ)।
বেলা ৩টায় টিভি ও বেতার শিল্পীদের পরিবেশনায় ভক্তি সঙ্গীতাঞ্জলী। বিকাল ৫টায় শান্তি বচনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি।
মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী শ্রী বাসুদেব সেনগুপ্ত উক্ত মাঙ্গলিক আয়োজনে সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতি ও সহযোগিতা প্রত্যাশা করেছেন।