মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্ম পরিবর্তন করে বিয়ে! স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় ধর্ষণের শিকার রাউজানে লোকনাথ আশ্রমের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্রীশ্রী বিশ্বশান্তি গীতাযজ্ঞ অনুষ্ঠিত লামা কেন্দ্রীয় গীতা শিক্ষা নিকেতনের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন রামনাথ পাড়া লোকনাথ সেবাশ্রমের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানামযজ্ঞ অনুষ্ঠিত সনাতনীদের জমি হাতিয়ে নিতে তৎপর প্রতারক চক্র,পটিয়ায় ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা শিব চতুর্দশী উপলক্ষে রাঙামাটির আসামবস্তি শিব মন্দিরে ৩ দিন ব্যাপী উৎসবের আয়োজন রাঙামাটি শংকর মিশনের বিশ্বশান্তি গীতাযজ্ঞ, গীতা প্রতিযোগিতা ও সনাতন ধর্ম সম্মেলন সম্পন্ন উত্তর গুজরায় শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ ও জ্বালামুখী মন্দিরে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব অনুষ্ঠিত চট্টগ্রামের রাউজানে গশ্চি দাশ পাড়া সার্বজনীন শ্রীশ্রী গীতা মন্দিরের বিশ্বশান্তি গীতা যজ্ঞের ৩০তম বর্ষপূতি উদযাপিত হয়েছে মৌলভীবাজার রাম নবমী তে এবার হতে যাচ্ছে রাবণ বধ ও জীবন্ত পিতা মাতার পুজা

সিইপিজেড কৃষ্ণ মন্দিরের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব আগামীকাল

Spread the love

অজয় মিত্র, সনাতন টিভি

শুক্রবার (৩১ জানুয়ারী) চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল সংলগ্ন সচেতন সনাতনী গীতা সংঘের পরিচালনায় শ্রী শ্রী কৃষ্ণ মন্দিরের দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব।

দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে, উষা কীর্তন, সুর সঙ্গীত নিকেতনের পরিবেশনায় সকলের মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা, প্রদর্শন দেবনাথের কন্ঠে শ্রীমদ্ভগবতগীতা পাঠ, শ্রী শ্রী কৃষ্ণ পূজা ও রাজভোগ নিবেদনে পৌরহিত্য করবেন শ্রী শ্রী কৃষ্ণ মন্দিরের পুরোহিত পন্ডিত শ্রী বিপ্লব পারিয়াল, দুপুরে মহাপ্রসাদ আস্বাদন।

এইদিন দুপুর ২টায় ধর্মসভা। এতে উদ্বোধক হিসেবে থাকছেন পটিয়া পাঁচুরিয়া তপোবন আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজ। ধর্মসভায় সভাপতিত্ব করবেন মন্দির পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শ্রী প্রতাপ দাশ (প্রদীপ)।

বেলা ৩টায় টিভি ও বেতার শিল্পীদের পরিবেশনায় ভক্তি সঙ্গীতাঞ্জলী। বিকাল ৫টায় শান্তি বচনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি।

মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী শ্রী বাসুদেব সেনগুপ্ত উক্ত মাঙ্গলিক আয়োজনে সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতি ও সহযোগিতা প্রত্যাশা করেছেন।

 



আমাদের ফেসবুক পেইজ