গত ৭ সেপ্টেম্বর, রবিবার নবনিযুক্ত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার (সিএমপি) জনাব হাসিব আজিজ বিপিএম মহোদয়ের সাথে তাঁর নিজ কার্যালয়ে সাক্ষাৎ করেন বাংলাদেশ মাইনরিটি ওয়াচ’র চেয়ারম্যান এডভোকেট রবীন্দ্র ঘোষ’র নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
সাক্ষাৎ কালে সম্প্রতি সময়ে চট্টগ্রাম মহানগরীর কদম মোবারকে এলাকায় ঘটে যাওয়া ঘটনা সহ বিভিন্ন ঘটনা তুলে ধরেন বাংলাদেশ মাইনরিটি ওয়াচ’র চেয়ারম্যান এডভোকেট রবীন্দ্র ঘোষ। এই সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার (সিএমপি) জনাব হাসিব আজিজ বিপিএম মহোদয়ের ঘটে যাওয়া ঘটনাগুলোর সঠিক তদন্ত পুর্বক যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এই সময় উপস্থিত ছিলেন সুপন সিকদার, জুয়েল আইচ,অভিজিৎ দে রিপন, সূর্য সিংহ ও হেমন্ত জলদাস প্রমুখ।