আমার বাসা সিলেটের মৌলভীবাজারের শমসেরনগর চাবাগানে হওয়ায়,ক্যাম্পাসের অনেক সিনিয়র, বন্ধু,বান্ধবী ও আপুরা আমাকে প্রায়ই বলে থাকেন যে, অঞ্জন এইবার ছুটিতে গেলে আমাদের জন্যে চা নিয়ে আসবা।
ক্যাম্পাসের ৪টা বছর এইভাবে সেবা দিতে দিতে,একসময় মনে হইলো যে, এইসব পরিচিত মুখদেরকে নিয়ে আমি খুব সহজেই এই ব্যবসা শুরু করতে পারি। ৪টা বছর ব্যবসায় শুরু করতে পারিনি।কথায় আছে না,”পাছে লোকে কিছু বলে”।। তবে এই কোয়ারন্টিন শিখিয়েছে,বেকার থেকে লাভ নেই,অপরচুনিটি কে কাজে লাগাতে।
তাই আমাদের এলাকার বিখ্যাত চা,সাতকড়া, ঐতিহ্যবাহী পোশাক এবং অন্য এলাকার অথিতিরা যাতে আমার এলাকায় এসে বিপদের সম্মুখীন না হোন,উনাদের জন্যে ট্যুর রিলেটেড সবধরনের সেবা প্রদান করছি। আপনারা এইটাকে ব্যবসা মনে করলেও,আমি এটাকে সেবা মনে করি।সেবার মাধ্যমে আপনাদের আর্থিক ভালোবাসা পাওয়াই হলো Anjon’s এর মূলকথা।
সন্তোষ রবি দাস অঞ্জন স্বত্তাধিকারীঃ Anjon’s Committed To Serve Better. Shamshernagar, Moulvibazar.