সিলেটের দুবৃত্তের দেওয়া আগুনে মন্দিরে পুড়ে ছাই।।সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার শিমুলতলার নোয়াগাঁও গ্রামের এই ঘটনা ঘটে।১৪ ফেব্রুয়ারি সন্ধ্যার পর গ্রামে অবস্থিত কালী মন্দিরে হামলা ও অগ্নিসংযোগ করে  দুর্বৃত্তরা। আগুনে মন্দিরের প্রতিমা সহ জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিসংযোগের এই ঘটনায় এলাকার সংখ্যালঘু  মাঝে চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। প্রশাসনের দৃঢ় পদক্ষেপ দাবি করেছেন স্থানীয় ভুক্তভোগীরা।উল্লেখ্য, দু’দিন আগেই পার্শবর্তী গ্রামে ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে  দুর্বৃত্তরা ৩টি হিন্দু বাড়িতে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটায়।