অজয় মিত্র : সনাতন টিভি
গত ২৮ মার্চ [শুক্রবার] জ্যোতিশ্বর গীতা শিক্ষা সংঘ (জ্যোগীশিস) এর উদ্দ্যোগে নতুন স্কুল উদ্ধোধন হয়েছে সীতাকুন্ডের শীতলপুরস্থ বগুলা বাজারে শ্রী শ্রী লোকনাথ ব্রম্মচারী সেবাশ্রম ও গীতা শিক্ষা কেন্দ্রে।
উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিদেহানন্দ ব্রহ্মচারী মহারাজ এবং আশীর্বাদক হিসেবে ছিলেন গোবিন্দ ব্রহ্মচারী মহারাজ সহ জ্যোগীশিস এর উপদেষ্টা ও সদস্যগণ।
পরিচ্ছন্ন ও মানবিক জীবন গঠনে সঠিক ধর্মচর্চা সহ পাঠ্যপুস্তকগত জ্ঞান অর্জনের মাধ্যমে যথাযথভাবে সমাজ এগিয়ে নেওয়ার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন উপস্থিত সকলে।