রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
পাক অধিকৃত কাশ্মীরের সারদা পীঠ মন্দির, মুসলিমরা বুক দিয়ে আগলাচ্ছে হিন্দু মন্দিরকে বাংলাদেশের কমলগঞ্জে মনিপুরীদের বৃহৎ রাসপূর্ণিমা উদযাপিত সীতাকুণ্ড স্রাইন কমিটির নির্বাচনে জয়ী হলেন এড: চন্দন দাশ – এড: সমীর দাশগুপ্ত জমকালো আয়োজনের মধ্য দিয়ে সনাতন টিভি’র ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কিশোরগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ীর জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জন দেওয়ার সময় গরমজল গরুর মাংসের ঝোল নিক্ষেপ নানা অলৌকিক কাহিনী নিয়ে নরসিংদীর চিনিশপুরের কালী মন্দির, জানলে শিহরিত হবার মত বাংলাদেশ মাইনোরিটি ওয়াচ এর সভাপতি এডভোকেট রবীন্দ্র ঘোষকে হত্যার হুমকি দেশের উন্নয়নে সাম্প্রদায়িক সম্প্রীতি কাজে লাগাতে হবে : নওফেল কলকাতার জীবন্ত কালী মা শ্যামসুন্দরী, স্বয়ং প্রকটিত হয়ে মা নিজেই চাল কলা খেয়েছিলেন ছয় বছর ধরে নিজেদের তৈরি প্রতিমায় পূজা করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন রাউজানের তিন শিক্ষার্থী

স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার আয়োজনে পূজার উপহারসামগ্রী পেল আড়াইহাজার হিন্দু পরিবার

Spread the love
প্রকাশ দেব,

 
সনাতন সংগঠনের নারী ইউনিটের সিনিয়র সদস্য রুপা সেনগুপ্তের সঞ্চালনায় ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার চীফ এক্সিকিউটিভ অফিসার সুব্রত বিশ্বাসের সার্বিক তত্ত্বাবধানে আড়াই’শ প্যাকেট নিত্য প্রয়োজনীয় উপহার সামগ্রী বিতরণ করা হয়।ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. নজরুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারী অদ্যুৎ জা।এছাড়া সনাতন সংগঠনের পক্ষে ডেপুটি এর্টনী জেনারেল অপূর্ব ভট্টাচার্য উপস্থিত ছিলেন।

 

 প্রতি পরিবারকে ১০ কেজি চাল, এক কেজি আলু, এক লিটার তেল,এক কেজি মসুর ডাল, এক কেজি আটা, এক কেজি লবনেরর প্যাকেট বিতরন করা হয়। ধর্মীয় ও সামাজিক সংগঠন ‘সনাতনের’ কর্মীরা এ সময় ত্রান বিতরন কার্যক্রমে সার্বিক বিষয় তদারকি করেন।

উপহার সামগ্রী বিতরনের আগে আলোচনা সভায় স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার চীফ এক্সিকিউটিভ অফিসার সুব্রত বিশ্বাস বলেন, কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সমাজের সুবিধাবঞ্চিত ও করোনায় ক্ষতিগ্রস্থ মানুষদের মধ্য উপহার সামগ্রী বিতরন করা হয়েছে।শুধু চট্টগ্রাম নয়, যেখানেই স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার শাখা রয়েছে সেখানে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় ‘সনাতন’ সংগঠনের মুখপাত্র রাজীব দাশ বাবু বলেন, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার সাথে যৌথ ভাবে কাজ করতে পেরে আমাদের সংগঠন সৌভাগ্যবান।ভবিষ্যতে ও যে কোন কাজে সহায়তার অঙ্গীকার ব্যক্ত করেন রাজীব।

উপহার সামগ্রী বিতরন অনুষ্ঠানে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক  মাহফুজুল হক শাহ, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের মহাব্যবস্থাপক মনিলাল দাশ উপস্থিত ছিলেন।  এছাড়া সনাতনের সংগঠনের প্রতিষ্ঠাতা অশোক চক্রবর্তী, মহানগর কমিটির সভাপতি বিশ্বজিত সরকার সহ কর্মীরা উপস্থিত ছিলেন।



আমাদের ফেসবুক পেইজ