সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র  পুলিশ কমিশনার’র  সাথে  সাক্ষাৎ করেন বাংলাদেশ মাইনরিটি ওয়াচ’র প্রতিনিধি দল সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে গাইবান্ধায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ! সাহিত্যের আলোকে ১৫তম বার্ষিক অনুষ্ঠান পুরান ঢাকায় হরিজনদের ওপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ রাজধানী মতিঝিলে ২০০ কোটি টাকা মূল্যের দেবোত্তর সম্পত্তি উদ্ধার এবং ঐ জায়গায় তৈরি করা হবে মন্দির ভিন্নধর্মে বিয়ে,বোন সোনাক্ষীকে পরিবার থেকে ছেঁটে ফেললেন ভাই লব! রথ শোভাযাত্রা’র উদ্বোধনী আলোচনা সভা-২০২৪ সনাতন ৯২ বন্ধু পরিবার “ঢাকা বিভাগীয় কমিটি ঘোষনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশের বিভিন্ন স্থানে রথযাত্রা উদযাপিত কৃষ্ণকলি ইমু গ্রুপ কতৃক বাৎসরিক “গীতাপাঠ, ভজনগীত ও বেদ মন্ত্র পাঠ প্রতিযোগিতা ২০২৪” শুভ উদ্বোধন

হিন্দুর নামে জাল নথি বানিয়ে ভারতে গ্ৰেপ্তার বাংলাদেশি মুসলিম যুবক

Spread the love

 

সনাতন ডেস্কঃ বাংলাদেশ থেকে ভারতের পশ্চিমবঙ্গে বেআইনিভাবে অনুপ্রবেশ করে পশ্চিমবঙ্গের এক মাদ্রাসা থেকে দেওয়া ভুয়া প্রশংসাপত্র দেখিয়ে হিন্দু নাম ব্যবহারের অভিযোগে এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে গুজরাটের সুরাট পুলিশ। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতীয় পাসপোর্ট, আধার কার্ড, মাদ্রাসার সার্টিফিকেট, কাতারের রেসিডেন্সি পারমিট এবং বাংলাদেশের নথি। এই ঘটনাকে কেন্দ্র করে সরগরম রাজ্যের রাজনীতি।

গতকাল রোববার এ বিষয়ে জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংভি। গুজরাটের মন্ত্রীর পোস্টকে উদ্ধৃত করে পশ্চিমবঙ্গের বালুরঘাটের সংসদ সদস্য এবং কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর–পূর্ব বিষয়ক প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।

পোস্টে গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংভি দাবি করেন, পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায় চলা একটি মাদ্রাসার সাহায্য নিয়ে ওই যুবক ধর্মীয় পরিচয় জাল করেন। মাদ্রাসা থেকে পাওয়া জাল প্রশংসাপত্র ব্যবহার করেই হিন্দু নামে জাল নথিপত্র বানিয়েছিলেন ওই মুসলিম যুবক। মাদ্রাসার সার্টিফিকেটে নদীয়ার ঠিকানা ব্যবহার করেছিলেন তিনি।

গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংভির পোস্ট থেকে আরও জানা গেছে, ওই যুবক তাঁর বাড়ি পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চাকদহে বলে উল্লেখ করেছেন। তিনি নিজেকে শুভ দাস বলে পরিচয় দিতেন।

গুজরাটের সুরাট পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবক আসল নাম মিনার হেমায়েত সরদার। তিনি ২০২০ সালে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন। ভারতের পশ্চিমবঙ্গে আসার পর একাধিক জাল নথিপত্র তৈরি করেন তিনি। নিজের মুসলিম পরিচয় লুকিয়ে তাঁর নাম দেন শুভ দাস।

সে সঙ্গে, বেশ কয়েকটি জাল নথি বানিয়ে সেসব দিয়ে পশ্চিমবঙ্গের নদীয়া থেকে ভারতীয় পাসপোর্ট করে সেই জাল পাসপোর্ট দিয়ে ২০২১ কাতার যান তিনি। কাতারে ২০২৩ সাল পর্যন্ত শ্রমিক হিসেবে কাজ করেছেন তিনি। চলতি বছরে ফের গুজরাটের সুরাটে ফিরে এসে আসেন এই যুবক। সুরাটে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করেন তিনি।



আমাদের ফেসবুক পেইজ