সনাতন ডেস্ক
জানা যায় সম্প্রতি কিছু দিন আগে পুকুর খনন করতে গিয়ে অলৌকিক ভাবে বাধাগ্রস্ত হয় মুসলিম সম্প্রদায়ের স্কেভেটর ড্রাইভার। তিনি তা পরোয়া না করে আবারো মাটি কাটতে গেলে ঘটে অলৌকিক বিপত্তি।
তখন অলৌকিক ভাবে তার সামনে উঠে আসে দুইটি সাপ।তিনি পরপর সাপ দুইটিকে মেরে ফেলার পর অজ্ঞান হয়ে যান। পরে তাকে মা মগ্ধেশ্বরী স্বপ্নে আদেশ দেন সাপ দুটিকে সমাধি দেওয়ার জন্য। সেই ড্রাইভার বারবার স্বপ্নাদিষ্ট হয়ে এলাকার সকলে এই বিষয়টি অবগত করেন।
সেই থেকে শতশত হিন্দু মুসলিম মগ্ধেশ্বরী মায়ের মন্দিরে ভীর করেন। হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের পূজায় পুজিত হচ্ছেন মা মগ্ধেশ্বরী।ঘটনাটি ঘটেছে চট্রগ্রাম জেলার হাটহাজারী থানাধীন এনায়েতপুর গ্রামের প্রাচীন শ্রী শ্রী মগ্ধেশ্বরী আসন।