মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নোয়াখালীর সুবর্ণচরে প্রকাশ্যে হিন্দু যুবক হত্যা ১৩৩ বছরের ঐতিহ্যে রাঙা শারদীয় উৎসব: রাউজানের উত্তর গুজরা সেনবাড়ির দুর্গাপূজা চট্টগ্রামে শারদীয় পূজায় ‘আমাদেরই বসুন্ধরা’ থিমে নজর কাড়ছে এনায়েতপুর ব্রজধাম আরব আমিরাতে শুভ মহালয়া অনুষ্ঠান উদযাপন রাঙামাটিতে রাবিপ্রবি সনাতন বিদ্যার্থী সংসদের বিদ্যার্থী বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত দুর্গাপূজার আধ্যাত্মিক তাৎপর্য ও সমাজকল্যাণে মহাশক্তির আহ্বান—প্রদীপ কুমার সাহা হান্ডিয়াল শ্রী শ্রী জগন্নাথধামের সেবাইত হৃদয় চৈতন্য গোস্বামী আর নেই London Correspondent for Sanatan TV দেশের প্রতিটি জেলায় মডেল মন্দির নির্মাণের ঘোষণা শ্রীশ্রী রাধাকৃষ্ণ জীউর মন্দিরের সার্বজনীন শারদীয় দুর্গাপূজা কমিটি গঠন

৫ই অগাস্ট আমেরিকার নিউইয়র্কের টাইম স্কয়ারে দেখা যাবে ভগবান শ্রী রামচন্দ্রের থ্রিডি ছবি।

Spread the love
 
স্টাফ রিপোর্টার; আগামী ৫ই অগাস্ট ভারতের অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্যে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর ওইদিনই এই ঐতিহাসিক মুহূর্তে ভগবান রাম এবং অযোধ্যা মন্দিরের থ্রিডি ছবি ফুটে উঠবে আমেরিকার নিউইয়র্কের ম্যানহাটনে অবস্থিত বিখ্যাত টাইমস স্কয়ারে, বর্ণনা করা হবে রামায়ণ এবং রাম মন্দিরের যাবতীয় ইতিবৃত্তান্ত।
 
এই বিষয়ে আমেরিকান ইন্ডিয়া পাবলিক অ্যাফেয়ার্স কমিটির সভাপতি জগদীশ শেওয়ানি বলেছেন যে, আমেরিকার মানুষজন তাঁদের প্রিয় নিউইয়র্কের টাইমস স্কয়ারে ভগবান রাম ও অযোধ্যা মন্দিরের দর্শন করতে পারবেন। ইতিমধ্যেই টাইমস স্কয়ারের বিলবোর্ডগুলো এই অনুষ্ঠানের জন্য ভাড়া করার কথা পাকা হয়ে গিয়েছে।
 
 
তিনি আরো বলেন, ইতিমধ্যে আমরা সকল ধরনের প্রস্তুতি সেরে ফেলেছি এখন শুধু উদ্বোধনের অপেক্ষায় আছি।
উল্লেখ্য, প্রায় ১৭,০০০ বর্গফুট বিশিষ্ট একটি এলইডি ডিসপ্লে স্ক্রিন, যেখানে ভগবান রামের ছবি দেখানো হবে। এই নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে আমেরিকার জনগণ ও সারা ভারতবাসী।বিরল এই ঘটনার সাক্ষী থাকবে গোটা বিশ্ব।



আমাদের ফেসবুক পেইজ