স্টাফ রিপোর্টার; আগামী ৫ই অগাস্ট ভারতের অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্যে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর ওইদিনই এই ঐতিহাসিক মুহূর্তে ভগবান রাম এবং অযোধ্যা মন্দিরের থ্রিডি ছবি ফুটে উঠবে আমেরিকার নিউইয়র্কের ম্যানহাটনে অবস্থিত বিখ্যাত টাইমস স্কয়ারে, বর্ণনা করা হবে রামায়ণ এবং রাম মন্দিরের যাবতীয় ইতিবৃত্তান্ত।
এই বিষয়ে আমেরিকান ইন্ডিয়া পাবলিক অ্যাফেয়ার্স কমিটির সভাপতি জগদীশ শেওয়ানি বলেছেন যে, আমেরিকার মানুষজন তাঁদের প্রিয় নিউইয়র্কের টাইমস স্কয়ারে ভগবান রাম ও অযোধ্যা মন্দিরের দর্শন করতে পারবেন। ইতিমধ্যেই টাইমস স্কয়ারের বিলবোর্ডগুলো এই অনুষ্ঠানের জন্য ভাড়া করার কথা পাকা হয়ে গিয়েছে।
তিনি আরো বলেন, ইতিমধ্যে আমরা সকল ধরনের প্রস্তুতি সেরে ফেলেছি এখন শুধু উদ্বোধনের অপেক্ষায় আছি।
উল্লেখ্য, প্রায় ১৭,০০০ বর্গফুট বিশিষ্ট একটি এলইডি ডিসপ্লে স্ক্রিন, যেখানে ভগবান রামের ছবি দেখানো হবে। এই নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে আমেরিকার জনগণ ও সারা ভারতবাসী।বিরল এই ঘটনার সাক্ষী থাকবে গোটা বিশ্ব।