সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নোয়াখালীর সুবর্ণচরে প্রকাশ্যে হিন্দু যুবক হত্যা ১৩৩ বছরের ঐতিহ্যে রাঙা শারদীয় উৎসব: রাউজানের উত্তর গুজরা সেনবাড়ির দুর্গাপূজা চট্টগ্রামে শারদীয় পূজায় ‘আমাদেরই বসুন্ধরা’ থিমে নজর কাড়ছে এনায়েতপুর ব্রজধাম আরব আমিরাতে শুভ মহালয়া অনুষ্ঠান উদযাপন রাঙামাটিতে রাবিপ্রবি সনাতন বিদ্যার্থী সংসদের বিদ্যার্থী বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত দুর্গাপূজার আধ্যাত্মিক তাৎপর্য ও সমাজকল্যাণে মহাশক্তির আহ্বান—প্রদীপ কুমার সাহা হান্ডিয়াল শ্রী শ্রী জগন্নাথধামের সেবাইত হৃদয় চৈতন্য গোস্বামী আর নেই London Correspondent for Sanatan TV দেশের প্রতিটি জেলায় মডেল মন্দির নির্মাণের ঘোষণা শ্রীশ্রী রাধাকৃষ্ণ জীউর মন্দিরের সার্বজনীন শারদীয় দুর্গাপূজা কমিটি গঠন

আরব -আফ্রিকা সৎসঙ্গের উদ্যোগ ঠাকুর অনুকূল চন্দ্রের বনভোজন মহোৎসব ২০২৫ উদযাপন

Spread the love

 

সনজিত কুমার শীল।
আরব আমিরাত।

গত ১৭ ই জানুয়ারি রোজ শুক্রবার সংযুক্ত আরব- আমিরাতের শারজা আল দাইদের একটি ফার্ম হাউজে শ্রী শ্রী অনুকূল চন্দ্রের বনভোজন অনুষ্ঠিত হয়েছে। আমিরাতের সাতটি প্রদেশ থেকে দলে দলে ভক্ত বৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়। সকাল ১১.৪৫ মিনিটে নাম,ধ্যান, প্রার্থনা এবং গ্রন্থাদি পাঠের মাধ্যমে অনুষ্ঠান আরম্ভ হয়। সৎসঙ্গ চলাকালীন উপস্থিত সকলের জন্য এবং পুরো বিশ্বের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীদের মনমুগ্ধকর ভজন, কীর্তন এবং শিশু শিল্পীদের নৃত্য পরিবেশনায় উপস্থিত সকলকে খুব মুগ্ধ করে। সৎসঙ্গে অনেকে ইষ্টালোচনা করেন।

আলোচনায় শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্র প্রবর্তিত, বনভোজন মহোৎসবের প্রেক্ষাপট এবং ঠাকুরের জীবদ্দশায়, ঠাকুরের বিভিন্ন লিলার কথা উঠে আসে।অনুষ্ঠান স্থলে, সৎসঙ্গের আদর্শে অনুপ্রানিত হয়ে, কয়েকজন ভক্ত, শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের সৎদ্বিক্ষা গ্রহণ করেন। সৎসঙ্গ, ইষ্টালোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ছিল ছোট, বড়, দাদা এবং মায়েদের জন্য বিশেষ ক্রীড়া প্রতিযোগিতা, যা এই বনভোজনকে আরো প্রাণবন্ত করে তোলে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরষ্কার বিতরন করা হয়। সবশেষে ৫.৫৬ মিনিটে সমবেত ভাবে সন্ধ্যার প্রার্থনা , নাম, ধ্যান এবং আগত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়। অনুষ্ঠানে আগত সকল ভক্তবৃন্দ সারাদিন খুব আনন্দ উপভোগ করেন। মরুর বুকে এত সুন্দর আয়োজনের জন্য, উপস্থিতি সকলে আরব- আফ্রিকা সৎসঙ্গের সকল সদস্যদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান এবং অনুরোধ করেন যেন প্রত্যেক বছর এইভাবে শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বনভোজন মহোৎসবের আয়োজন করা হয়।



আমাদের ফেসবুক পেইজ