 
						
নিজস্ব প্রতিনিধি
বাংলাদেশের ইতিহাসে প্রথমবার শারদীয় দুর্গাপূজার আনন্দকে আরও বর্ণিল করে তুলতে চট্টগ্রামে ২০২২ সালের ২৬ মার্চ প্রতিষ্ঠিত গ্রন্থকুটির পাঠাগার এর পক্ষ থেকে এবার আয়োজন করা হয়েছে অনন্য “আলতা উৎসব”।
মহাষ্টমীতে ক্ষুদে নক্ষত্রদের আলতার ছোঁয়া,
দেবীর উজ্জ্বল রূপ ও ঐতিহ্যের রঙে রাঙিয়ে তুলতে আসছে এই উৎসব।
এই দিন সকালে ক্ষুদে নক্ষত্রদের আলতা পড়ানোর মাধ্যমে মিলবে ঐতিহ্য, আনন্দ, সম্প্রীতি আর ভ্রাতৃত্বের মেলবন্ধন, তেমনটাই বিশ্বাস আয়োজক ও গ্রন্থকুটির পাঠাগারের প্রতিষ্ঠাতা সাকা মল্লিক।
অনুষ্ঠান সংক্রান্ত তথ্যঃ
তারিখ: মহাষ্টমী, ৩০ সেপ্টেম্বর ২৫ইং, মঙ্গলবার
সময়: সকাল ৮টা থেকে পুষ্পাঞ্জলির আগ পর্যন্ত। 
স্থান: ০৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড কার্যালয়, বিবিরহাট, মুরাদপুর, চট্টগ্রাম।
যোগাযোগঃ ০১৮২৮-০২০৮২৫ (সাকা)
আয়োজক: গ্রন্থকুটির পাঠাগার।
তত্ত্বাবধানে: মহামায়া পূজা উদযাপন পরিষদ।
উল্লেখ, গ্রন্থকুটির পাঠাগার ২০২২ সালে প্রতিষ্ঠার পর থেকেই বইপ্রেমী পাঠকদের পড়ার জন্য বই শহরের বাসায় বাসায় গিয়ে দিয়ে আসেন এবং পড়া শেষ হলে খবর নিয়ে নিজেরাই সংগ্রহ করে আনেন।
প্রতিষ্ঠা সম্পৃক্ত উদ্যোমী এই তরুণরা স্বেচ্ছাসেবী মানসিকতায় সারা বছর নানান সম্প্রীতিময় অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। সেই ভাবনা থেকেই এবারই প্রথম তাদের ‘আলতা উৎসব’ এর এমন আয়োজন, যেখানে সকলের প্রাণবন্ত অংশগ্রহণ উন্মুক্ত বলে জানান আয়োজকরা।