সুপন সিকদার (সুমন)–সনাতন টিভি-stv– একের পর এক মন্দির চুরির ঘটনা ঘটে যাচ্ছে আনোয়ারা উপজেলা দক্ষিণ শোলকাটা গ্রামে অপরাধ করে ও অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে,জানা যায় গত কাল রাতে কে বা কাহারা আনোয়ারা দক্ষিণ শোলকাটা সার্বজনীন শ্রী শ্রী লোকনাথ মন্দিরের গ্রিল ভেঙে দান বাক্সে থাকা প্রনামী সহ মন্দিরের বিভিন্ন সরঞ্জাম নিয়ে যাই, মন্দিরে থাকা ঘন্টা জুরি আরো বেশকিছু গুরুত্বপূর্ণ জিনিস পত্র নিয়ে যায় এই বিষয়ে আনোয়ারা থানায় একটি অভিযোগ দায়ের করেন মন্দিরের পক্ষে দীপঙ্কর দত্ত বাসু ,এইসময় মন্দিরের সাধারণ সম্পাদক জহৃরলাল সিকদার বলেন একেরপর এক মন্দির চুরির ঘটনা ঘটে যাচ্ছে,এই পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি প্রসাশন যদি একটা ঘটনায় কাউকে গ্রেফতার করতো এবং শাস্তি হতো তাহলে আর কেউ কখনো সাহস করতো না, অপরাধ করেও বারবার পার পেয়ে যাচ্ছে অপরাধীরা, সেই কারনে কোন তোয়াক্কা না করে একের পর এক ঘটছে মন্দির চুরির ঘটনা , এই ঘটনার সাথে একটা বড় চক্র কাজ করছে বলে ধারণা করছে, আমরা মাননীয় ভূমিমন্ত্রী সহ আনোয়ারা উপজেলা নির্বাহি অফিসার এবং উপজেলা চেয়ারম্যান ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি অতি দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি