শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নোয়াখালীর সুবর্ণচরে প্রকাশ্যে হিন্দু যুবক হত্যা ১৩৩ বছরের ঐতিহ্যে রাঙা শারদীয় উৎসব: রাউজানের উত্তর গুজরা সেনবাড়ির দুর্গাপূজা চট্টগ্রামে শারদীয় পূজায় ‘আমাদেরই বসুন্ধরা’ থিমে নজর কাড়ছে এনায়েতপুর ব্রজধাম আরব আমিরাতে শুভ মহালয়া অনুষ্ঠান উদযাপন রাঙামাটিতে রাবিপ্রবি সনাতন বিদ্যার্থী সংসদের বিদ্যার্থী বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত দুর্গাপূজার আধ্যাত্মিক তাৎপর্য ও সমাজকল্যাণে মহাশক্তির আহ্বান—প্রদীপ কুমার সাহা হান্ডিয়াল শ্রী শ্রী জগন্নাথধামের সেবাইত হৃদয় চৈতন্য গোস্বামী আর নেই London Correspondent for Sanatan TV দেশের প্রতিটি জেলায় মডেল মন্দির নির্মাণের ঘোষণা শ্রীশ্রী রাধাকৃষ্ণ জীউর মন্দিরের সার্বজনীন শারদীয় দুর্গাপূজা কমিটি গঠন

কলকাতাস্হ চট্টগ্রাম পরিষদের ৬৫তম সম্মেলন ও মিলনমেলা

Spread the love

তরুণ বিশ্বাস,সিনিয়র রিপোর্টার 

৭ এপ্রিল রবিবার সকাল ১০টা জাতীয় ও পরিষদের ফুল্লেল পতাকা উত্তোলন ১০.৩০টা মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যেদিয়ে কলকাতাস্হ চট্টগ্রাম পরিষদ,কেন্দ্রীয় কমিটির ৬৫তম বার্ষিক এই মহতী সম্মেলন ও মিলনমেলায় মণীষী,দেশনেতা,দেশের মুক্তি সংগ্রামের শহীদ ও স্বাধীনতা সংগ্রামীদের উদ্দেশ্যে শ্রদ্ধাজ্ঞলী জাপন কলকাতার বিজয়গর(নিরঞ্জন সদন মজ্ঞে)

স্বপন রায় বিশ্বাসের সভাপতিত্বে ও প্রদীপ কুমার সেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন সম্মেলনের মূখ্য আহ্বায়ক সুনীল কান্তি সরকার,কার্যকরী সভাপতি পীযুষ কান্তি সেন,সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরী,বৌদ্ধ ধর্মাঙ্কুর সভার মঠাধ্যক্ষ ড.রতনশ্রী ভিক্ষু,ডাক্তার সঞ্জয় সেনগুপ্ত,প্রোডিউসার শীলা দত্ত,কবিতাপাঠ আসরে-অনিমা সরকার,সীমা দত্ত,অলোক চক্রবর্তী,অনুরাধা চক্রবর্তী,রাধেশ্যাম সর্দার,অনুরাধা হালদার,মহান ভট্টাচার্য,নন্দন দত্তগুপ্ত,সোমা নায়েক,প্রয়াস হালদার,নৃত্য-পাপিয়া মিত্র,

সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশনায়-অনিমা সরকার,রাজদ্বীপ্তি মিত্র,রীতা,লিটু,সবিতা সাহা,সাংবাদিক সুমন বেপারী,শর্মিলা দেব মন্ডল,পপী খাস্তগীর,চম্পা ভৌমিক,মৃদুলা,দেব,চৈতালি,বেবী,পাপিয়া,পার্থ চৌধুরী,নমিতা চৌধুরী,বিউটি দাশ,জলি ঘোষ,নারায়ণ মজুমদার,তপন মিত্র,পাপিয়া মিত্র,সোমা নায়েক,অরুণ ভট্টাচার্য,অঙ্কিতা দত্ত,সুচন্দা চৌধুরী,এডভোকেট অর্পণ ভট্টাচার্য,সাংবাদিক তরুণ বিশ্বাস,রিনা বিশ্বাস,স্বাথী ভৌমিক,দেবাশীষ সেন,তানি সেনগুপ্ত সহ অন্যান্যরা।



আমাদের ফেসবুক পেইজ