শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
নোয়াখালীর সুবর্ণচরে প্রকাশ্যে হিন্দু যুবক হত্যা ১৩৩ বছরের ঐতিহ্যে রাঙা শারদীয় উৎসব: রাউজানের উত্তর গুজরা সেনবাড়ির দুর্গাপূজা চট্টগ্রামে শারদীয় পূজায় ‘আমাদেরই বসুন্ধরা’ থিমে নজর কাড়ছে এনায়েতপুর ব্রজধাম আরব আমিরাতে শুভ মহালয়া অনুষ্ঠান উদযাপন রাঙামাটিতে রাবিপ্রবি সনাতন বিদ্যার্থী সংসদের বিদ্যার্থী বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত দুর্গাপূজার আধ্যাত্মিক তাৎপর্য ও সমাজকল্যাণে মহাশক্তির আহ্বান—প্রদীপ কুমার সাহা হান্ডিয়াল শ্রী শ্রী জগন্নাথধামের সেবাইত হৃদয় চৈতন্য গোস্বামী আর নেই London Correspondent for Sanatan TV দেশের প্রতিটি জেলায় মডেল মন্দির নির্মাণের ঘোষণা শ্রীশ্রী রাধাকৃষ্ণ জীউর মন্দিরের সার্বজনীন শারদীয় দুর্গাপূজা কমিটি গঠন

কাটলিছড়ায় অনুকূল চন্দ্রের জন্ম মহোৎসব, ১৪ তম শ্রীবিগ্রহ ও শ্রীমন্দির প্রতিষ্ঠা বার্ষিকী সম্পন্ন

Spread the love

 

সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের বিধান মেনে চলার আহবান জানিয়ে মঙ্গলবার (২৩ জানুয়ারি ) রাতে উৎসবমুখর পরিবেশে আসামরাজ‍্যের হাইলাকান্দি জেলার কাটলিছড়ায় শেষ হল শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম মহোৎসব, ১৪ তম শ্রীবিগ্রহ ও শ্রীমন্দির বার্ষিকী উৎসব। এদিন বর্ণাঢ্য শোভাযাত্রা, সহস্রাধিক ধর্মপ্রাণ পুরুষ মহিলার উপস্থিতিতে বিশাল ধর্মসভা, মহাপ্রসাদ বিতরণ, আতসবাজি, বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে রীতিমতো উৎসব নগরীতে পরিণত হয় কাটলিছড়া সৎসঙ্গ বিহার এলাকা। মঙ্গলবার (২৩ জানুয়ারি ) বিকেলে কাটলিছড়া চালমার্স হায়ার সেকেন্ডারি স্কুলের অবসরপ্রাপ্ত অধ‍্যক্ষ প্রমেশরঞ্জন পাল (এসপিআর) এর পৌরোহিত‍্যে আয়োজিত ধর্মসভায় উত্তর পূর্ব ভারতে বিভিন্ন স্থানের পাঞ্জাধারি কর্মীরা অংশ নিয়ে শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের দিব‍্য জীবন, বাণী, দীক্ষাপত্র কর্মসূচি এবং উপযোজনা কেন্দ্র নিয়ে আলোচনা করেন।

সভায় ডাঃ সুব্রত দে (এসপিআর), বিশ্বজিৎ দে ( এসপিআর, শিলং), মানস রায় (এসপিআর, ইম্পল), ডঃ সুজিত বিশ্বাস, রাজ পাল, ডঃ দেবজিৎ দে ( কাটলিছড়া এসকে রায় কলেজের অধ‍্যাপক), সুম্মিতা দেব প্রমূখ। তাদের বক্তব্যে শ্রীশ্রীঠাকুরের আদর্শ মেনে চলতে গুরু ভাইবোনদের প্রতি আহবান জানান। বলেন, ঠাকুরের বিধান মেনে চললে একদিন সুফল পাবেন। কেন না, যারা ঠাকুরের নীতি নিয়ম সঠিকভাবে পালন করেছেন তাঁরা নিজের জীবনে অনেক সাফল্য পেয়েছেন। তার জন‍্য দেশ সহ বিশ্বজুড়ে ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিতরা রয়েছেন। এদিনের ধর্মসভায় সভাপতি প্রমেশরঞ্জন পাল তাঁর বক্তব‍্যে ২দিন ব‍্যাপী ঠাসা অনুষ্ঠান সফল করার জন‍্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।



আমাদের ফেসবুক পেইজ