রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ষষ্ঠ পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত ২৫ বছর বয়সে ইতিহাস মৈথিলী ঠাকুরের দাপটপূর্ণ জয় নোয়াখালীর সুবর্ণচরে প্রকাশ্যে হিন্দু যুবক হত্যা ১৩৩ বছরের ঐতিহ্যে রাঙা শারদীয় উৎসব: রাউজানের উত্তর গুজরা সেনবাড়ির দুর্গাপূজা চট্টগ্রামে শারদীয় পূজায় ‘আমাদেরই বসুন্ধরা’ থিমে নজর কাড়ছে এনায়েতপুর ব্রজধাম আরব আমিরাতে শুভ মহালয়া অনুষ্ঠান উদযাপন রাঙামাটিতে রাবিপ্রবি সনাতন বিদ্যার্থী সংসদের বিদ্যার্থী বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত দুর্গাপূজার আধ্যাত্মিক তাৎপর্য ও সমাজকল্যাণে মহাশক্তির আহ্বান—প্রদীপ কুমার সাহা হান্ডিয়াল শ্রী শ্রী জগন্নাথধামের সেবাইত হৃদয় চৈতন্য গোস্বামী আর নেই London Correspondent for Sanatan TV

গ্রাম উন্নয়ন কার্যক্রম ( গ্রাউক) এর সহযোগিতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ঔষধ ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত

Spread the love

 

লিটন গঞ্জু ;কমলগঞ্জ

আজ ১৩, ৭, ২০২৫ ইং রোজ রবিবার কমলগঞ্জ উপজেলার ৮ নং মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানে। গ্রাম উন্নয়ন কার্যক্রম ( গ্রাউক) এর সহযোগিতায় ও ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনষ্ঠিটিউট ও হাসপাতাল এর পরিচালনায়।বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ঔষধ ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ ঘটিকা হতে দুপুর ৩ ঘটিকা পর্যন্ত কার্যক্রম হয়। এতে পাত্রখোলা চা বাগান সহ উপজেলার বিভিন্ন বাগান থেকে চা শ্রমিক’রা বিনা মূল্যে সেবা গ্রহণ করেন।

এবং স্বাস্থ্যসেবার পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়, কাঠাল, জাম, নিম ও পেয়েড়া গাছ, সেবা নিতে আসা সকল চা শ্রমিকদের হাতে একটি করে গাছ বিতরণ করা হয়, সে সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক এর গৃহায়ণ ডিপার্টমেন্ট কর্মকর্তা জনাব আকরাম আহমেদ, মাসুদ হাসান, উপস্থিত ছিলেন গ্রাম উন্নয়ন কার্যক্রম গ্রাউক ডিভিশন ম্যানাজার প্রনয় রঞ্জন বিশ্বাস, জুড়ী ও শ্রীমঙ্গল অঞ্চলের আঞ্চলিক ম্যানেজার সুমন্ত বিশ্বাস ও অতুল কুমার পাল, শমশেরনগর ব্রাঞ্চ ম্যনাজার জ্যোর্তিময় পাল নিতু ও কমলগঞ্জ দৈনিক সমকাল পত্রিকার সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ , পাত্রখোলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ পাল, ও পাবলিক লাইব্রেরি পাত্রখোলার প্রতিষ্টাতা ও পরিচালক লিটন গঞ্জু , শ্রীমঙ্গল ব্রাঞ্চের মহাদেব ভূঁইয়া সহ মাধবপুর ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার অনিক বিশ্বাস ও অপুর্ব সরকার। চা শ্রমিক সেবক সংগঠন এর বিষ্ণু হাজরা, রাজু, সন্তোষ লোহার, বিশ্বজিৎ দোষাদ প্রমুখ। সে সময় মাধবপুর ব্রাঞ্চ ম্যানেজার অনিক বিশ্বাস জানান।

আমরা ইতি মধ্যে আমাদের গ্রাম উন্নয়ন কার্যক্রম ( গ্রাউক) সংস্থার প্রতিষ্টাতা অশোক রঞ্জন পাল স্যারের মহতি উদ্যোগে আমরা বিভিন্ন উপজেলায় সামাজিক কার্যক্রম চলমান রেখেছি। আমরা আগামীতেও যে সকল এলাকায় স্বাস্থ্যসেবা নিয়ে সমস্যা এবং জলবায়ু নিয়ে সমস্যা আমরা আমাদের কার্যক্রম সেই সব মানুষের কাছে পৌঁছে দিবো।



আমাদের ফেসবুক পেইজ