বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নোয়াখালীর সুবর্ণচরে প্রকাশ্যে হিন্দু যুবক হত্যা ১৩৩ বছরের ঐতিহ্যে রাঙা শারদীয় উৎসব: রাউজানের উত্তর গুজরা সেনবাড়ির দুর্গাপূজা চট্টগ্রামে শারদীয় পূজায় ‘আমাদেরই বসুন্ধরা’ থিমে নজর কাড়ছে এনায়েতপুর ব্রজধাম আরব আমিরাতে শুভ মহালয়া অনুষ্ঠান উদযাপন রাঙামাটিতে রাবিপ্রবি সনাতন বিদ্যার্থী সংসদের বিদ্যার্থী বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত দুর্গাপূজার আধ্যাত্মিক তাৎপর্য ও সমাজকল্যাণে মহাশক্তির আহ্বান—প্রদীপ কুমার সাহা হান্ডিয়াল শ্রী শ্রী জগন্নাথধামের সেবাইত হৃদয় চৈতন্য গোস্বামী আর নেই London Correspondent for Sanatan TV দেশের প্রতিটি জেলায় মডেল মন্দির নির্মাণের ঘোষণা শ্রীশ্রী রাধাকৃষ্ণ জীউর মন্দিরের সার্বজনীন শারদীয় দুর্গাপূজা কমিটি গঠন

চট্টগ্রামে শারদীয় পূজায় ‘আমাদেরই বসুন্ধরা’ থিমে নজর কাড়ছে এনায়েতপুর ব্রজধাম

Spread the love

 

অন্তর পাল আকাশ, নিজস্ব প্রতিবেদক:

শারদীয় দুর্গাপূজায় চট্টগ্রামের অন্যতম আকর্ষণ হিসেবে আবারও উঠে এসেছে থিমভিত্তিক পূজামণ্ডপ। ব্যতিক্রমী শৈল্পিক সাজসজ্জা ও কারুকাজ ইতোমধ্যেই দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে। পূজা শুরুর আগেই ভক্ত ও কৌতূহলী দর্শনার্থীরা ভিড় জমছে এসব মণ্ডপে।

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার এনায়েতপুর ব্রজধাম আশ্রম প্রাঙ্গণে এবার প্রথমবারের মতো থিমভিত্তিক পূজার আয়োজন করা হয়েছে। মণ্ডপের নামকরণ করা হয়েছে ‘আমাদেরই বসুন্ধরা’। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষিজীবী মানুষের সংগ্রাম ও তাদের নিত্যদিনের জীবনচিত্রকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এ থিমের মূল উদ্দেশ্য।

মণ্ডপজুড়ে গ্রামীণ বাংলার হারিয়ে যাওয়া কৃষি যন্ত্রপাতি—লাঙ্গল, মই, গরু গাড়ি—সহ কৃষক-কিষানদের সংগ্রামী জীবনযাপনকে ফুটিয়ে তোলা হয়েছে। দর্শনার্থীরা যেন এক টুকরো চিরচেনা গ্রামবাংলার কৃষি ঐতিহ্য প্রত্যক্ষ করছেন।

থিমভিত্তিক পূজার আয়োজন চট্টগ্রাম মহানগর ও বিভিন্ন উপজেলায় প্রতিবছর হলেও, হাটহাজারীর এনায়েতপুর ব্রজধামে এ ধরনের আয়োজন এ বছরই প্রথম। পূজা শুরু হওয়ার আগেই মণ্ডপটি আলোচনায় এসেছে এবং প্রতিদিনই দর্শনার্থীদের ভিড় বাড়ছে।

ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হওয়া এ আয়োজন চলবে আগামী ২অক্টোবর পর্যন্ত। পূজাকে ঘিরে চট্টগ্রাম মহানগরসহ হাটহাজারী উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



আমাদের ফেসবুক পেইজ