শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলুড় মঠের সঙ্ঘাধ্যক্ষ স্বামী স্নরণানন্দের অন্তিম যাত্রা রাঙামাটিতে মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রমের পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত দোলপূর্ণিমা উপলক্ষে বারমাসিয়া চা-শ্রমিকদের নিজস্ব অর্থায়নে বৃহৎ পরিসরে মহানামযজ্ঞ বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি ঝিনাইদহ শাখার কমিটি ঘোষণা শুভ দোল পূর্ণিমা তিথিতে কানুনগোপাড়া শ্রী শ্যাম চাঁদ ঠাকুর বাড়ি মন্দির প্রাঙ্গনে গীতাপাঠ প্রতিযোগিতা ও মহানাম সংকীর্তন ভারতের কর্ণাটক রাজ্যের হোয়েলেশ্বর মন্দিরে পাথরের খোদাই করা নাট্য সরস্বতী ঢাকা সহ বিভিন্ন স্থানে দোল পূর্ণিমা পালিত বাগীশিক পটিয়া ছনহরা ইউনিয়ন সংসদের বার্ষিক গীতা পরীক্ষা অনুষ্ঠিত মন্দিরের জায়গায় মন্দির সংস্কার করতে গিয়ে কারাগারে ৪ যুবক! কান্তজিউ মন্দিরের জমি দখল করে মসজিদ নির্মাণে অভিযোগ,উদ্বোধক সংসদ সদস্য জাকারিয়া জাকা!

ধর্ম অবমাননার দায়ে নীলফামারীতে আটক ৪

Spread the love
 
শ্রী মানিক চন্দ্র বর্ম্মণ রংপুর জেলা রিপোটার
 
নীলফামারীর ডোমারে সনাতন ধর্মালম্বীদের কালীমন্দিরে মাংসের টুকরা ছুড়ে মারার সময় এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ৪জনকে হাতেনাতে আটক করে পুলিশে সোর্পদ করেছে এলাকাবাসী।
 



আটককৃতদের রোববার (৪ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন, পৌর এলাকা সাহাপাড়ার আব্দুল করিমের ছেলে বামুনীয়া কালীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম মানিক, পশ্চিম বোড়াগাড়ী কলেজ পাড়ার মৃত ইদু মামুদের ছেলে শফিক মিয়া, বড় রাউতা মাঝাপাড়া গ্রামের মৃত দেবেন্দ্রনাথ বর্মণের ছেলে ফুলেশ্বর বর্মণ ও পশ্চিম চিকনমাটি ময়দান পাড়ার মৃত সোলায়মান আলীর ছেলে জয়নাল আবেদীন।
 



মামলা সূত্রে জানাযায়, উপজেলার সদর ইউনিয়নের বড় রাউতা কালীবাড়ী আশ্রমের কালীমন্দিরে শনিবার রাতের আধাঁরে লাল কাগজে মোড়ানো একটি পটলা ছুড়ে মারে অভিযুক্তরা। এসময় এলাকাবাসীর কয়েকজন তা দেখতে পায়। তারা পটলাটি খুলে একটি মাংসের টুকরো পায়। ওই সময় এলাকাবাসী তাদের আটক করে পুলিশে খবর দেয়। সনাতন ধর্মালম্বীরা ওই পটলায় গরুর মাংস ছিল বলে অভিযোগ করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের থানায় নিয়ে আসে। এব্যাপারে বড় রাউতা কালী মন্দির কমিটির সভাপতি ভূবন চন্দ্র রায় বাদী হয়ে ডোমার থানায় একটি মামলা দায়ের করেন।



 
ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে অভিযুক্তদের গ্রেফতার করি। গ্রেফতারকৃতদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



আমাদের ফেসবুক পেইজ