সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনার দাকোপে বিএনপি নেতা কর্তৃক সংখ্যালঘু হিন্দু নারীকে ধর্ষণের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামের ফটিকছড়িতে হিন্দু কৃষকের কাটা ধান আগুনে পুড়ে ছাই করেছে দুর্বৃত্তরা বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় গুরু সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাথেরের মহাপ্রয়াণ বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু যুক্তফ্রন্টের ৫১ সদস্যের আংশিক কমিটি ঘোষণা বান্দরবানে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ষষ্ঠ পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত ২৫ বছর বয়সে ইতিহাস মৈথিলী ঠাকুরের দাপটপূর্ণ জয় নোয়াখালীর সুবর্ণচরে প্রকাশ্যে হিন্দু যুবক হত্যা ১৩৩ বছরের ঐতিহ্যে রাঙা শারদীয় উৎসব: রাউজানের উত্তর গুজরা সেনবাড়ির দুর্গাপূজা চট্টগ্রামে শারদীয় পূজায় ‘আমাদেরই বসুন্ধরা’ থিমে নজর কাড়ছে এনায়েতপুর ব্রজধাম আরব আমিরাতে শুভ মহালয়া অনুষ্ঠান উদযাপন

ধামরাইয়ে রক্ত জবা তরুণ সংঘের উদ্যোগে ধর্মীয় উপসনালয় ও অঙ্গন পরিচ্ছন্নতা কার্যক্রম গ্রহন।

Spread the love

রনজিত কুমার পাল (বাবু) ধামরাই (ঢাকা) প্রতিনিধি – পরিষ্কার পরিচ্ছন্নতা ধর্মের অঙ্গ”- এই ব্রত বুকে ধারণ করে ধামরাই ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ” রক্ত জবা তরুণ সংঘ” এর উদ্যোগে ধামরাই মহাশ্মশানের সমগ্র আঙ্গিনা ও সকল ধর্মীয় স্হাপনা পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম সরকারের স্বাস্থ্য বিধি মেনে গ্রহন করা হয়েছে। রবিবার (২৫শে জুলাই -২০২১) সকাল থেকে ধামরাই কায়েতপাড়াস্হ ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন রক্ত জবা তরুণ সংঘের সকল সদস্যবৃন্দ ধামরাই পৌরসভার সনাতনধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের মৃত্যুর পর শব সৎকার দাহের একমাত্র পবিত্র স্হান ধামরাই মহাশ্মশান । উক্ত মহাশ্নশানের সমগ্র অঙ্গন ও সকল ধর্মীয় স্হাপনাগুলো পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে দিনব্যাপী। মহাশ্মশানের সমগ্র অঙ্গনের ঘাস, আগাছা কেটে ও সমস্ত ময়লা-আবর্জনা পরিস্কার পরিচ্ছন্ন করে কালী মাতার মন্দির,দাহ করার চুল্লী, শব স্নান ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন কর জল দিয়ে ধৌত করে পবিত্র ভূমির পবিত্রতা বাড়িয়ে দিয়েছেন রক্ত জবা তরুণ সংঘের সেবকরা। সেই সাথে রক্ত জবা তরুণ সংঘের সভাপতি তমাল ব্যানার্জী সকলের প্রতি আহবান জানিয়ে বলেন আমরা সকল ভেদাভেদ ভুলে হাতে-হাত মিলিয়ে আমাদের ধর্মীয় উপাসনালয় গুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আমরা আপনাদের বিনম্র আহবান জানাচ্ছি আমাদের এমন উদ্যোগে আপনাদের সকলের সহযোগিতা কাম্য।-আমাদের সাথে যুক্ত হতে যে বা যারা ইচ্ছুক যোগাযোগঃ- তমাল ব্যানার্জী(০১৮৩৪৯২১০৯১) দীপ্ত চক্রবর্তী (০১৬৪৪৯৫৬০৭৫)। এ’বিষয়ে ধামরাই মহাশ্মশান পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক রনজিত কুমার পাল বাবু বলেন- রক্ত জবা তরুণ সংঘের এ’ধরনের মহতী উদ্যোগ প্রশংসার দাবি রাখে। শুধু মহাশ্মশান পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম নয়, বৈশ্বিক মহামারী শুরু হওয়ার পর থেকে জনসচেতনতা সৃষ্টি, মাস্ক বিতরন,ত্রাণ সামগ্রী বিতরণ, সনাতন ধর্মাবলম্বীদের সকল বড় ধর্মীয় উৎসবে এ সংগঠনের কার্যক্রম অব্যাহত রয়েছে। সামাজিক সংগঠন হিসেবে রক্ত জবা তরুণ সংঘের সার্বিক কার্যক্রমের জন্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে সুন্দর আগামীর জন্য শুভকামনা রইল নিরন্তর।



আমাদের ফেসবুক পেইজ