রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নোয়াখালীর সুবর্ণচরে প্রকাশ্যে হিন্দু যুবক হত্যা ১৩৩ বছরের ঐতিহ্যে রাঙা শারদীয় উৎসব: রাউজানের উত্তর গুজরা সেনবাড়ির দুর্গাপূজা চট্টগ্রামে শারদীয় পূজায় ‘আমাদেরই বসুন্ধরা’ থিমে নজর কাড়ছে এনায়েতপুর ব্রজধাম আরব আমিরাতে শুভ মহালয়া অনুষ্ঠান উদযাপন রাঙামাটিতে রাবিপ্রবি সনাতন বিদ্যার্থী সংসদের বিদ্যার্থী বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত দুর্গাপূজার আধ্যাত্মিক তাৎপর্য ও সমাজকল্যাণে মহাশক্তির আহ্বান—প্রদীপ কুমার সাহা হান্ডিয়াল শ্রী শ্রী জগন্নাথধামের সেবাইত হৃদয় চৈতন্য গোস্বামী আর নেই London Correspondent for Sanatan TV দেশের প্রতিটি জেলায় মডেল মন্দির নির্মাণের ঘোষণা শ্রীশ্রী রাধাকৃষ্ণ জীউর মন্দিরের সার্বজনীন শারদীয় দুর্গাপূজা কমিটি গঠন

নেত্রকোনা ইসকনের উপর হামলা।

Spread the love

নেত্রকোনা ইসকনের উপর জঙ্গিদের হামলা। নেত্রকোনা সদর মুক্তারপাড়া গৌরগোপাল মন্দির এর সমস্তা জায়গা ইসকনের নামে লিখে দিয়েছে মন্দিরের কমিটি। যেই মন্দিরের সম্পত্তি পরিমাণ ৯৪ শতাংশ। যার সম্পূর্ণ সম্পত্তিই সবাই অাসতে অাসতে দখল করে নিয়েছে। অবশেষে মন্দির কমিটি তাদেরকে সরাতে না পেরে বাধ্য হয়ে ইসকনকে লিখে দিয়েছে এবং ইসকন সেই অনুযায়ী অাইনের মাধ্যে মামলা করেছে এবং মামলা চলছে। এমত অবস্থায় একজন দখদার বুঝতে পেরেছে এই জমি অাবার মন্দিরের নামে হয়ে যাবে।

তাই সে চালাকি করে অন্য একজনের কাছে তার ঐজায়গা চুপি চুপি বিক্রয় করে দিয়েছে এবং নতুন মালিক সেই জায়গায় কাজ শুরু করেছে। তাই প্রভুরা গিয়ে বলেছে এই জমি মন্দিরের অাপনি কাজ করতে পারেন না এটা নিয়ে মামলা চলছে। অার মন্দিরের জমিতে তারা গৌর নিতাই বিগ্রহ স্থাপন করে এবং স্থাপন করার ১৮ ঘন্টার মধ্যে কিছু গঙ্গিবাদ এসে ইসকনের প্রভুদের উপর হামলা চালায় এবং ৪/৫ জন বতর্মানে হাসপাতালে ভর্তি অাছে। এখন অাপনারই বলুন ভগবানের মন্দিরে ভগবানের বিগ্রহ স্থাপন করা কি অপরাধ?? ৯৪ শতাংশ জমি যে সবাই দখল করেছে তা কি ঠিক। ঘটনার তারিখ : ১৭-০১-২০২০



আমাদের ফেসবুক পেইজ