বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নোয়াখালীর সুবর্ণচরে প্রকাশ্যে হিন্দু যুবক হত্যা ১৩৩ বছরের ঐতিহ্যে রাঙা শারদীয় উৎসব: রাউজানের উত্তর গুজরা সেনবাড়ির দুর্গাপূজা চট্টগ্রামে শারদীয় পূজায় ‘আমাদেরই বসুন্ধরা’ থিমে নজর কাড়ছে এনায়েতপুর ব্রজধাম আরব আমিরাতে শুভ মহালয়া অনুষ্ঠান উদযাপন রাঙামাটিতে রাবিপ্রবি সনাতন বিদ্যার্থী সংসদের বিদ্যার্থী বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত দুর্গাপূজার আধ্যাত্মিক তাৎপর্য ও সমাজকল্যাণে মহাশক্তির আহ্বান—প্রদীপ কুমার সাহা হান্ডিয়াল শ্রী শ্রী জগন্নাথধামের সেবাইত হৃদয় চৈতন্য গোস্বামী আর নেই London Correspondent for Sanatan TV দেশের প্রতিটি জেলায় মডেল মন্দির নির্মাণের ঘোষণা শ্রীশ্রী রাধাকৃষ্ণ জীউর মন্দিরের সার্বজনীন শারদীয় দুর্গাপূজা কমিটি গঠন

পরমহংস মহাযোগী স্বামী সুরেশ্বরানন্দ পুরী মহারাজের আবির্ভাব তিথি আজ

Spread the love

নিজস্ব প্রতিবেদক: আজ ২৫ আগস্ট, পরমহংস মহাযোগী স্বামী সুরেশ্বরানন্দ পুরী মহারাজের আবির্ভাব দিবস। ১৯৩১ সালের এদিনে চট্টগ্রামের দোহাজারীতে শ্রী হরগোবিন্দ দাস ও ধর্মপরায়ণা মাতা সুরতী দেবীর ঘরে জন্মগ্রহণ করেন এই মহাপুরুষ। শৈশব থেকেই তিনি সত্যবাদিতা, দয়া ও ভক্তিতে অনন্য হয়ে ওঠেন।

তরুণ বয়সে সংসারত্যাগ করে পুরী পরম্পরায় সন্ন্যাস গ্রহণের পর তিনি “স্বামী সুরেশ্বরানন্দ পুরী” নামে পরিচিত হন। ব্রহ্মচর্য, অহিংসা, স্বল্পাচার ও সাধনাজীবনের উপর দাঁড়িয়ে গড়ে ওঠে তাঁর আধ্যাত্মিক জীবন। দীর্ঘ সাধনা ও সেবার মাধ্যমে তিনি হয়ে ওঠেন অসংখ্য মানুষের আশ্রয়।

তাঁর প্রেরণায় প্রতিষ্ঠিত কেন্দ্রীয় তপোবন আশ্রম (দোহাজারী, চট্টগ্রাম) সহ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে সেবা ও সাধনার কার্যক্রম। নাম-যজ্ঞ, আখণ্ড জপ, দুঃস্থদের সহায়তা, অন্নছত্র, শিক্ষাসাহায্য ও সমাজসেবায় এসব আশ্রম বিশেষ ভূমিকা রাখছে।

মহারাজের বাণী ছিল সরল কিন্তু গভীর—
“ঈশ্বরকে ডাক; ঈশ্বরের কথায় সুখী হও। ঈশ্বরপথে মতি-গতি-রতি রাখ—জীবন সুন্দর হবে।”

২০০২ সালে তিনি দেহত্যাগ করেন। তবে তাঁর শিক্ষা, সেবাধর্ম ও ভক্তিপূর্ণ জীবনদর্শন আজও ভক্তদের কাছে সমান প্রাসঙ্গিক। প্রতি বছরের মতো এবারও দেশের বিভিন্ন স্থানে তপোবন আশ্রমে মহাসমারোহে পালিত হচ্ছে তাঁর আবির্ভাব তিথি।



আমাদের ফেসবুক পেইজ