বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ইতিহাসের প্রথমে মৌলভীবাজার শহরে রাম নবমী উদযাপন বাগীশিক ছনহরা ইউনিয়ন সংসদের সাধারণ সভা, সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত পশ্চিম হারলা উদয়ন সংঘের উদ্যোগে বাসন্তী পূজায় সনাতনী সেচ্ছাসেবী ফাউন্ডেশন এর শিক্ষা সামগ্রী বিতরণ ঐতিহাসিক রামু রামকুটে শ্রী শ্রী রামচন্দ্রের জন্মোৎসব ও রামনবমী মেলা ২০২৪ অনুষ্ঠিত নববর্ষে দিনে কমলগঞ্জে গীতা স্কুল উদ্ভোদন আজ শ্রী শ্রী সিদ্ধিদাতা গনেশ পুজা ও বাংলা বছরের প্রথম দিন শ্রীমঙ্গলের ভূনবীরতে ঐতিহ্যবাহী চড়ক পুজা অনুষ্ঠিত ব্লাড ক্যান্সারে আক্রান্ত কুশান রুদ্র’র পাশে দাড়িয়েছে সনাতনী জাগ্রত সমাজ, বাংলাদেশ ধামরাইয়ে উৎসবমুখর আনন্দঘন পরিবেশে চৈত্র সংক্রান্তি অনুষ্ঠিত বঙ্গাব্দের প্রতিষ্ঠাতা কে, আকবর না শশাঙ্ক?

বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন উদ্যোগে বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী’র ১১১তম জন্মদিবস উদযাপন

Spread the love

 

উপমহাদেশের স্বাধিকার আন্দোলনের বিপ্লবী মহানায়ক মাস্টারদা সূর্য্য সেনের সহযোদ্ধা এবং চট্টগ্রাম যুব বিদ্রোহের অকুতোভয় সৈনিক, সাবেক আইন পরিষদ সদস্য বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরীর ১১১তম জন্মদিন যথাযথ মর্যাদায় বাংলাদেশ হিন্দু  মিলনায়তনে উদযাপন করা হয়।

আজ রবিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী-র প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পন, জন্মদিনের কেক কাটা, আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে জন্মোৎসব উদ্ধসঢ়;যাপন করা হয়। বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের আয়োজনে জন্মদিন উপলক্ষে বাহিফা-র চেয়ারম্যান দুলাল কান্তি মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তরা বলেন; বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী একজন দেশপ্রেমিক, সমাজহিতৈষী ও অন্যায়ের বিরুদ্ধে স্বোচ্চার আলোকিত ব্যক্তিত্ব ছিলেন।

বক্তারা আরো বলেন; মাষ্টারদা সূর্য্য সেনের বিপ্লবী সহযোদ্ধা, নির্লোভ, কৃতিপুরুষ বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী আমাদের কাছে আজীবন অনুকরণীয় দৃষ্টান্ত। আলোচনায় অংশগ্রহণ করেন দিলীপ কুমার মজুমদার, তাপস হোড়, শ্যামল কুমার পালিত, এডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, নারায়ণ কৃষ্ণ গুপ্ত, অধ্যাপক নারায়ণ কান্তি চৌধুরী, অধ্যক্ষ বিজয় লক্ষ্মী দেবী,

প্রকৌশলী উদয় শেখর দত্ত, অজিত কুমার আইচ, আশুতোষ সরকার, বিশ্বজিৎ পালিত, এড. পরিমল বসাক, সুুভাষ দাশ, বিকাশ মজুমদার, এড. সুমন কৃষ্ণ দাশ, অজিত কুমার দাশ, অসীম কুমার দেব, সুগ্রীব মজুমদার দোলন, এড. রুবেল পাল, হরিপদ চৌধুরী বাবুল, কল্লোল সেন, চন্দন কুমার চৌধুরী, সুমন কান্তি দে, সত্যজিৎ পালিত, অজিত শীল, নিউটন সরকার, বিজয় কৃষ্ণ দাশ, রিমন মুহুরী, সিজার বড়ুয়া, জিৎ কর বাবু, অধ্যাপক শিপুল দে, কাজল সিংহ, রূপক শীল, গোপাল দাশ টিপু, চন্দন কুমার দত্ত, সুমন চন্দ্র নাথ, সুকুমার মজুমদার প্রমুখ নেতৃবৃন্দ।



আমাদের ফেসবুক পেইজ