সাজু দাশ সনাতন টিভি, পটিয়া চট্টগ্রাম
বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) পটিয়া উপজেলা সংসদের সাধারণ সভা আজ ২২ নভেম্বর, শনিবার সকাল ১১টায় পটিয়া থানার মোড়স্থ শ্রীশ্রী গৌরাঙ্গ নিকেতনে অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি বাগীশিক চট্টগ্রাম দক্ষিণ জেলার ১ম বর্ষ গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা ২০২৫ এর সিলেবাস ও প্রস্তুতিমূলক কার্যক্রম নিয়ে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে বিস্তৃত আলোচনা করা হয়।
অনুষ্ঠানের শুরুতে শ্রীমদ্ভগবদগীতা পাঠ করেন বাগীশিক ছনহরা ইউনিয়ন সংসদের সভাপতি টিপু মল্লিক।
সভা সঞ্চালনায় বাগীশিক পটিয়া উপজেলা সংসদের অর্থ সম্পাদক বাবলা দাশ। স্বাগত বক্তব্য প্রদান এডভোকেট সঞ্জয় দে এবং সভার সভাপতিত্ব করেন বাপন ধর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক চট্টগ্রাম দক্ষিণ জেলা’র সভাপতি পুলক কান্তি চৌধুরী।
আমন্ত্রিত অতিথি সাংগঠনিক সম্পাদক মিশন দত্ত সপু।
সভাপতিত্ব করেন বাপন ধর।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বাগীশিক পটিয়া উপজেলা সংসদের ২০২৩-২৬ কার্যকরী কমিটি সদস্যবৃন্দ —প্রিয়তোষ সরকার রাসু, জুয়েল চৌধুরী, পলাশ চক্রবর্তী, সোমা চৌধুরী, সুমন চৌধুরী, প্রকাশ দে, রুপন মিত্র,রিগ্যান সূত্রধর,রাসনা ধর, চন্দন বিশ্বাস মিটু ঘোষ অরবিন্দুদাশ পলাশ চোধুরী বিকাশ ধর জয় দে সহ বিভিন্ন ইউনিয়ন সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক ও সহ আরো প্রমুখ ব্যাক্তিবর্গ।
সভায় গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষার প্রস্তুতি, শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধি, এবং সংগঠনের সার্বিক কার্যক্রম শক্তিশালীকরণ বিষয়ে মতবিনিময় করা হয়।