শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সারাদেশের ন্যায় কিশোরগঞ্জে শ্রীরাম চন্দ্রে জন্মতিথি রাম নবমী পূজা-উৎসব পালিত হয়েছে ইতিহাসের প্রথমে মৌলভীবাজার শহরে রাম নবমী উদযাপন বাগীশিক ছনহরা ইউনিয়ন সংসদের সাধারণ সভা, সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত পশ্চিম হারলা উদয়ন সংঘের উদ্যোগে বাসন্তী পূজায় সনাতনী সেচ্ছাসেবী ফাউন্ডেশন এর শিক্ষা সামগ্রী বিতরণ ঐতিহাসিক রামু রামকুটে শ্রী শ্রী রামচন্দ্রের জন্মোৎসব ও রামনবমী মেলা ২০২৪ অনুষ্ঠিত নববর্ষে দিনে কমলগঞ্জে গীতা স্কুল উদ্ভোদন আজ শ্রী শ্রী সিদ্ধিদাতা গনেশ পুজা ও বাংলা বছরের প্রথম দিন শ্রীমঙ্গলের ভূনবীরতে ঐতিহ্যবাহী চড়ক পুজা অনুষ্ঠিত ব্লাড ক্যান্সারে আক্রান্ত কুশান রুদ্র’র পাশে দাড়িয়েছে সনাতনী জাগ্রত সমাজ, বাংলাদেশ ধামরাইয়ে উৎসবমুখর আনন্দঘন পরিবেশে চৈত্র সংক্রান্তি অনুষ্ঠিত

ভারতীয় সহকারী হাইকমিশনার রাজীব রঞ্জন হাটহাজারী পুণ্ডরীক ধাম পরিদর্শনে

Spread the love

চট্টগ্রামের  শ্রী শ্রী পুন্ডরীক ধাম পরিদর্শন করেছেন চট্টগ্রামস্থ ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে তিনি মন্দিরে আসেন।

এ সময় ইসকন চট্টগ্রাম বিভাগীয় সম্পাদক ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ভারতীয় সহকারী হাইকমিশনারকে ফুল দিয়ে বরণ করে নেন এবং শুভেচ্ছা জানান।

ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন পুণ্ডরীক ধামে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে পূজা দেন এবং আরতি করেন। পরে পুণ্ডরীক ধামে অবস্থিত কার্তয়নী মন্দির, পুণ্ডরীক বিদ্যানিধি মন্দির, শ্রীল প্রভুপাদের মন্দির, রাধাকুন্ড, গিরি গোবর্ধন মন্দির পরিদর্শন করেন। এছাড়া পুণ্ডরীক ধামের অনাথ আশ্রমের শিক্ষার্থীদের সাথে কথা বলেন তিনি। একইসাথে লাইব্রেরি ভবন, প্রসাদালয়, গোশালাসহ পুরো মন্দির এলাকা ঘুরে ঘুরে দেখেন। মন্দির ও তার আশেপাশের মনোরম পরিবেশ দেখে অভিভূত হন ভারতীয় সহকারী হাইকমিশনার এবং ইসকনের ভূয়সী প্রশংসা করেন।

এ সময় উপস্থিত ছিলেন নন্দনকানন শ্রী শ্রী রাধামাধব মন্দিরের সাধারণ সম্পাদক শ্রীপাদ তারননিত্যানন্দ দাস ব্রহ্মচারী, সাংবাদিক বিপ্লব পার্থ, হাটহাজারী থানার ওসি (তদন্ত) রাজীব শর্মা, ভারতীয় দূতাবাসের কর্মকর্তা সজীব চক্রবর্তী, প্রকৌশলী সুধীর রঞ্জন দাস, সাংবাদিক রবিন পালসহ অন্যরা।

ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অনেক দৃঢ় ও মজবুত। বাংলাদেশ অনেক এগিয়ে গেছে এবং আরো এগিয়ে যাবে। ভারত ও বাংলাদেশের এ সম্পর্কে কেউ ফাটল ধরাতে পারবে না। আমাদের দেশ ভিন্ন হতে পারে কিন্তু সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্যগতভাবে দুই দেশের অনেক সাদৃশ্য রয়েছে। ভারতের কাছে প্রতিবেশি হিসেবে বাংলাদেশ সবার আগে। সন্ত্রাসবাদ, জঙ্গিবাদের বিরুদ্ধে দুই দেশ লড়াই করছে। ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ নির্মূলে অনেকটা সফল।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ অনেক বন্ধুত্বপূর্ণ এবং মিশুক। আমরা চাই সকল ধর্ম, বর্ণের মানুষ একসাথে মিলেমিশে থাকতে এবং একসাথে কাজ করতে। বাংলাদেশ ও ভারতের মধ্যেকার সম্পর্ক আরো সমৃদ্ধ হবে দুই দেশের জনগণের ভাব বিনিময়ের মাধ্যমে এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে।



আমাদের ফেসবুক পেইজ