শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশের ন্যায় কিশোরগঞ্জে শ্রীরাম চন্দ্রে জন্মতিথি রাম নবমী পূজা-উৎসব পালিত হয়েছে ইতিহাসের প্রথমে মৌলভীবাজার শহরে রাম নবমী উদযাপন বাগীশিক ছনহরা ইউনিয়ন সংসদের সাধারণ সভা, সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত পশ্চিম হারলা উদয়ন সংঘের উদ্যোগে বাসন্তী পূজায় সনাতনী সেচ্ছাসেবী ফাউন্ডেশন এর শিক্ষা সামগ্রী বিতরণ ঐতিহাসিক রামু রামকুটে শ্রী শ্রী রামচন্দ্রের জন্মোৎসব ও রামনবমী মেলা ২০২৪ অনুষ্ঠিত নববর্ষে দিনে কমলগঞ্জে গীতা স্কুল উদ্ভোদন আজ শ্রী শ্রী সিদ্ধিদাতা গনেশ পুজা ও বাংলা বছরের প্রথম দিন শ্রীমঙ্গলের ভূনবীরতে ঐতিহ্যবাহী চড়ক পুজা অনুষ্ঠিত ব্লাড ক্যান্সারে আক্রান্ত কুশান রুদ্র’র পাশে দাড়িয়েছে সনাতনী জাগ্রত সমাজ, বাংলাদেশ ধামরাইয়ে উৎসবমুখর আনন্দঘন পরিবেশে চৈত্র সংক্রান্তি অনুষ্ঠিত

মানব বিগ্রহের অনন্য সেবায় মানবকল্যাণ ফোরাম বাংলাদেশ

Spread the love

সব মানুষই একসময় বাবা মাকে হারিয়ে অনাথ হয়ে যায়। আজকে অনাথদের সেবার মাধ্যমে জীবন্ত বিগ্রহের পূজা দেখতে এসেছি। মানবতার পূজার মাধ্যমে প্রকৃত মানুষের সেবা করা সম্ভব। মানবকল্যাণ ফোরাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আয়োজনে রাউজান উপজেলাধীন জগৎপুর আশ্রম অনাথালয়ে অনাথ শিশুদের অন্ন ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে গবেষক ও সমাজ সমীক্ষক নাট্যজন সুদর্শন চক্রবর্তী মহোদয় এ কথাগুলো বলেন। ফোরামের সাধারণ সম্পাদক অজয় দত্তের সঞ্চালনায় ও সিনিয়র সহ-সভাপতি শিমুল নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উদ্ভােধক ছিলেন ফোরামের প্রধান উপদেষ্টা আশুতোষ সরকার মহোদয়। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক প্রদীপ দাশ, আশ্রম তত্বাবধায়ক রাজকৃষ্ণ ভট্টাচার্য, ফোরাম সহ-সভাপতি বিশ্বজিৎ চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক সন্তোষ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক উদয় সিংহ, গৌতম পাল, অর্থ সম্পাদক অভি দাশ, সাংগঠনিক সম্পাদক জুয়েল দে, প্রচার সম্পাদক যাদব দাশ, সাংস্কৃতিক সম্পাদক দেবাশীষ দত্ত, শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক সুব্রত শীল,কার্যকরী সদস্য রনি দাশ বিনয়, টিংকু দাশ, সুমন বণিক, খোকন চৌধুরী, অভয় দত্ত, শিমুল সেন, পলাশ চৌধুরী, সুমন দাশ, দূরবীন চৌধুরী, সুমন সেন, পল্টু বিশ্বাস, বাপ্পা ঘোষ, জুয়েল দত্ত(রাজু), রাজীব ঘোষ প্রমূখ। সভায় অতিথিবৃন্দ অনাথ শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন।——-প্রতিদিন নিত্য নতুন খবর, খবরের পিছনের খবর জানতে STV সনাতন টিভির সঙ্গে থাকুন।



আমাদের ফেসবুক পেইজ