 
						
ডেস্ক নিউজ : যশোরে হিন্দু গ্রামে অগ্নিসংযোগের প্রতিবাদে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে শুভেন্দু অধিকারী
বাংলাদেশের যশোর জেলার অভয়নগর উপজেলায় হিন্দু অধ্যুষিত একটি গ্রামে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদ জানাতে ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুক্রবার (৩০ মে) কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে গিয়ে স্মারকলিপি প্রদান করেছেন।
এসময় তার সঙ্গে ছিলেন মতুয়া সম্প্রদায়ের চারজন বিধায়ক। অভিযোগ করা হয়েছে, যশোরের ওই গ্রামে মতুয়া, বৈষ্ণবসহ হিন্দু সম্প্রদায়ের লোকজন বসবাস করতেন।
ডেপুটি হাইকমিশনে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শুভেন্দু অধিকারী বলেন, “বাংলাদেশে হিন্দুদের ওপর ধারাবাহিকভাবে নির্যাতন, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে, যার ফলে দেশটিতে তাদের পক্ষে থাকা কঠিন হয়ে পড়েছে।”
তিনি জানান, ভারত সরকার ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে যারা ধর্মীয় নিপীড়নের কারণে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন, তাদের নাগরিকত্ব দেয়ার জন্য আইন প্রণয়ন করেছে। তবে তার দাবি, বর্তমানে যেভাবে বাংলাদেশ থেকে হিন্দুরা পালিয়ে আসছেন, তাতে সময়সীমার সেই সীমাবদ্ধতা তুলে দেয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ প্রয়োজন।
শুভেন্দু অধিকারী যশোরের ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারগুলোর জন্য ভারত থেকে আর্থিক সহায়তা পাঠানোর অনুমতি দেয়ার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের সরকারের প্রতি। একইসঙ্গে তিনি ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বাংলাদেশের সংখ্যালঘুদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের প্রতি যেসব নিপীড়ন হচ্ছে, তার বিরুদ্ধে এপার বাংলা চুপ করে থাকবে না। আমরা অতীতেও প্রতিবাদ করেছি, এখনো করছি, ভবিষ্যতেও করবো।”
বাংলাদেশ সরকার এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।