 
						
নিজস্ব প্রতিবেদক: রাউজানে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় প্লাটফর্ম ‘রাউজান ঐক্যবদ্ধ সনাতনী সমাজে’র উদ্যোগে উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় শ্রদ্ধাভরে পালিত হলো শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। শ্রীশ্রী গৌর নিতাই নামহট্ট মন্দির প্রাঙ্গণকে কেন্দ্র করে সপ্তাহব্যাপী অনুষ্ঠিত এই মহোৎসবে ছিল নানা ধর্মীয় অনুষ্ঠানমালা।
উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয় মঙ্গল প্রদীপ প্রজ্বালন ও মঙ্গল আরতির মাধ্যমে। পরবর্তী সময়ে অনুষ্ঠিত হয় দর্শন আরতি, শ্রীমদ্ভাগবত আলোচনা সভা, ভজন- কীর্তন, ভোগ আরতি এবং ভক্তদের জন্য মহাপ্রসাদ বিতরণ।

পুণ্যতীর্থময় এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ। বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌর প্রশাসক অংসিং মারমা, রাউজান থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূঁইয়া এবং রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দাশগুপ্ত।
রথযাত্রার শুভ উদ্বোধন ঘোষণা করেন দক্ষিণ রাউজান পূজা উদযাপন পরিষদের সভাপতি পণ্ডিত প্রবর জে.কে. শর্ম্মা (জনি)। সভাপতিত্ব করেন বিশ্বজিৎ বিশ্বাস, আর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন নুপুর পাল।
উৎসবকে প্রাণবন্ত করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় জাগো হিন্দু পরিষদ, সনাতন বিদ্যার্থী সংসদ, এবং সূর্য সংগ্রাম শ্রী শ্রী দুর্গা ও কালী মন্দির।
রথযাত্রা উপলক্ষে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ভক্তবৃন্দের ঢল নামে মন্দির প্রাঙ্গণে। এক মহামিলনমেলার রূপ নেয় এই ধর্মীয় উৎসব, যা ভক্তদের মনে চিরস্মরণীয় হয়ে থাকবে।
উৎসবের ধারাবাহিকতায় আগামী ৫ জুলাই, শনিবার গৌর নিতাই নামহট্ট মন্দির থেকে উল্টো রথযাত্রা শুরু হয়ে পুনরায় সূর্য সংগ্রাম সংসদ শ্রীশ্রী দুর্গা ও কালী মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হবে।