শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
নোয়াখালীর সুবর্ণচরে প্রকাশ্যে হিন্দু যুবক হত্যা ১৩৩ বছরের ঐতিহ্যে রাঙা শারদীয় উৎসব: রাউজানের উত্তর গুজরা সেনবাড়ির দুর্গাপূজা চট্টগ্রামে শারদীয় পূজায় ‘আমাদেরই বসুন্ধরা’ থিমে নজর কাড়ছে এনায়েতপুর ব্রজধাম আরব আমিরাতে শুভ মহালয়া অনুষ্ঠান উদযাপন রাঙামাটিতে রাবিপ্রবি সনাতন বিদ্যার্থী সংসদের বিদ্যার্থী বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত দুর্গাপূজার আধ্যাত্মিক তাৎপর্য ও সমাজকল্যাণে মহাশক্তির আহ্বান—প্রদীপ কুমার সাহা হান্ডিয়াল শ্রী শ্রী জগন্নাথধামের সেবাইত হৃদয় চৈতন্য গোস্বামী আর নেই London Correspondent for Sanatan TV দেশের প্রতিটি জেলায় মডেল মন্দির নির্মাণের ঘোষণা শ্রীশ্রী রাধাকৃষ্ণ জীউর মন্দিরের সার্বজনীন শারদীয় দুর্গাপূজা কমিটি গঠন

রাঙ্গামাটিতে চলছে শ্রী রাম নবমীর ৩ দিনব্যাপী উদযাপন

Spread the love

অজয় মিত্র, সনাতন টিভি 

অযোধ্যার রাজা দশরথ ও রাণী কৌশল্যার সন্তান মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের শুভ জন্ম জয়ন্তী উপলক্ষে পার্বত্য রাঙ্গামাটি জেলায় সম্মিলিত শ্রী শ্রী রাম নবমী উদযাপন পরিষদের উদ্যোগে চলছে ৩ দিনব্যাপী আয়োজন।

শহরের আপার রাঙ্গামাটি কেরানী পাহাড়ের শ্রী শ্রী গোবিন্দ মুরালী মনোহর মন্দিরে ৫ থেকে ৭ এপ্রিল পর্যন্ত ৩ দিনের আয়োজনে গতকাল [শনিবার] ৫ এপ্রিল ছিল চিত্রাংকন প্রতিযোগিতা, প্রভু রামচন্দ্রের বরণ, মঙ্গল ঘট স্থাপন, শুভ অধিবাস।

আজ [রবিবার] ৬ এপ্রিল আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে মঙ্গলারতি, প্রভু রামচন্দ্রের অভিষেক, প্রভু রামচন্দ্রের পূজার্চনা, স্থানীয় শিল্পীবৃন্দের পরিবেশনায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, পুষ্পাঞ্জলি প্রদান, ধর্মীয় আলোচনা সভা।

ধর্মীয় আলোচনা সভায় উদ্বোধক হিসেবে রয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ রাঙ্গামাটি জেলা সভাপতি শিক্ষক অরূপ কুমার মুৎসুদ্দি, প্রধান অতিথি ১১ ইষ্ট বেঙ্গল রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুনায়েদ উদ্দীন শাহ চৌধুরী, গেস্ট অফ অনার রাঙ্গামাটি পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, বিশেষ অতিথি রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য দয়াল দাশ, রাঙ্গামাটি জেলা বিএনপি সভাপতি দিপেন তালুকদার দীপু, রাঙ্গামাটি জেলা বিএনপি সাধারণ সম্পাদক এ্যড. মামুনুর রশীদ মামুন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাঙ্গামাটি জেলা সভাপতি অমলেন্দু হাওলাদার, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট রাঙ্গামাটি জেলা আহবায়ক শ্রীমতি নন্দিতা দাশ, রাঙ্গামাটি জেলা ছাত্রদল সভাপতি ফারুক আহমেদ সাব্বির, জাগো হিন্দু পরিষদ রাঙ্গামাটি জেলা সহ সভাপতি জুয়েল দত্ত মালু। ধর্মীয় আলোচনা সভায় সভাপতিত্ব করবেন শ্রী সুজন কুমার দে সম্মিলিত শ্রী শ্রী রামনবমী উদযাপন পরিষদ।

দুপুরে পুরস্কার বিতরণী, আনন্দ বাজারে মহাপ্রসাদ বিতরণ। সন্ধ্যায় সমবেত প্রার্থনা ও সন্ধ্যারতি।

৭ এপ্রিল [সোমবার] বেলা ৩টায় প্রভু শ্রী রামচন্দ্রের বিসর্জন।

সম্প্রীতির পার্বত্য এই শহরে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ ভাবে মাঙ্গলিক এই আয়োজনে সকলের আন্তরিক উপস্থিতি প্রত্যাশা করেছে সম্মিলিত শ্রী শ্রী রামনবমী উদযাপন পরিষদ রাঙ্গামাটি।



আমাদের ফেসবুক পেইজ