নিজস্ব প্রতিবেদক: সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় টিমের উদ্যোগে শ্রীশ্রী চন্ডীতীর্থ মেধস মুনির আশ্রমে পরিক্রমা ও আশ্রম পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
২২ আগস্ট (শুক্রবার) সকাল থেকে দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে অর্ধ শতাধিক স্বেচ্ছাসেবী অংশ নেন। তারা আশ্রম এলাকায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পরিক্রমা সম্পন্ন করেন এবং আশ্রম প্রাঙ্গণ ও আশপাশ পরিচ্ছন্ন রাখতে একযোগে কাজ করেন।

আয়োজকদের মতে, আধ্যাত্মিক পরিবেশ সংরক্ষণ ও সনাতনী সমাজকে একত্রিত করার উদ্দেশ্যেই এ ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক সবুজ দাশ সনাতন টিভিকে বলেন, “আমরা বিশ্বাস করি, ধর্মীয় স্থাপনার পবিত্রতা রক্ষা শুধু ভক্তদের দায়িত্ব নয়, এটি একটি সামাজিক দায়বদ্ধতাও। আশ্রম পরিচ্ছন্ন রাখার মাধ্যমে আমরা শৃঙ্খলা, সৌন্দর্য ও সেবার বার্তা সমাজে ছড়িয়ে দিতে চাই। ভবিষ্যতে নিয়মিতভাবে এ ধরনের কর্মসূচি আয়োজন করা হবে।”

ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, সনাতনী ঐতিহ্য ও সাংস্কৃতিক মূল্যবোধ ধরে রাখতে এবং তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এই সময় উপস্থিত ছিলেন শ্রীশ্রী চন্ডীতীর্থ মেধস মুনি আশ্রমের অধ্যক্ষ দিপানন্দ ব্রক্ষচারী,পটিয়ার জঙ্গলখাইন শ্রীশ্রী রক্ষা কালী মন্দিরের অধ্যক্ষ পরিতোষানন্দ ব্রক্ষচারী এবং সাতকানিয়া কালিয়াইশ লোকনাথ মন্দিরের অধ্যক্ষ সোমনাথ চৈতন্য রুদ্রাক্ষ বাবাজি সহ আরো অনেকে।