রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ষষ্ঠ পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত ২৫ বছর বয়সে ইতিহাস মৈথিলী ঠাকুরের দাপটপূর্ণ জয় নোয়াখালীর সুবর্ণচরে প্রকাশ্যে হিন্দু যুবক হত্যা ১৩৩ বছরের ঐতিহ্যে রাঙা শারদীয় উৎসব: রাউজানের উত্তর গুজরা সেনবাড়ির দুর্গাপূজা চট্টগ্রামে শারদীয় পূজায় ‘আমাদেরই বসুন্ধরা’ থিমে নজর কাড়ছে এনায়েতপুর ব্রজধাম আরব আমিরাতে শুভ মহালয়া অনুষ্ঠান উদযাপন রাঙামাটিতে রাবিপ্রবি সনাতন বিদ্যার্থী সংসদের বিদ্যার্থী বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত দুর্গাপূজার আধ্যাত্মিক তাৎপর্য ও সমাজকল্যাণে মহাশক্তির আহ্বান—প্রদীপ কুমার সাহা হান্ডিয়াল শ্রী শ্রী জগন্নাথধামের সেবাইত হৃদয় চৈতন্য গোস্বামী আর নেই London Correspondent for Sanatan TV

সংসারের মঙ্গলে গৃহস্থ বাড়ির মহিলারা রোজ সকালে উঠে এই পাঁচটি করুন

Spread the love

সংসারের মঙ্গল কোন মহিলা চান না ? কিন্তু তবুও দেখা যায় যে কিছু কিছু খামতি থেকে যায় যার ফলে অনেকসময় সংসারে নানারকম সমস্যার সৃষ্টি হয়।একজন গৃহস্থ বাড়ির মহিলা যদি চান তাহলে তিনি খুব সহজেই নিজের সংসারের হারিয়ে যাওয়া খুশি ফিরিয়ে আনতে পারেন। পদ্ধতি খুব সোজা, সকালে উঠে মাত্র এই পাঁচটি কাজ করতে পারলে আপনার সংসারে পুনরায় সুখের আগমন ঘটবে।
আসুন দেখে নেওয়া যাক সেই কাজগুলি কী কী

১. স্নান করে নিন : সকালে উঠে হয়তো অনেকেই স্নান করে নেন। কিন্তু যারা করেননা তারা অবশ্যই সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে নেওয়ার চেষ্টা করুন। পুরাণমতে সকালবেলা কোনো মহিলা স্নান করে নিলে তার দেহ এবং মন থেকে সবরকমের নোংরা বহিষ্কৃত হয়। তাই স্নান করে নেওয়াটা একটা ভালো অভ্যেস।
২. যোগব্যায়াম করুন : সকালে উঠে আপনি যদি ১৫ মিনিটের জন্য যোগাসন করেন তাহলে আপনার শরীর ও মন দুটোই ফুরফুরে থাকবে এবং আপনি নিষ্ঠার সাথে বাড়ির কাজগুলি করতে পারবেন। তাই চেষ্টা করুন রোজ একটু করে যোগাসন করার।
৩. স্বামীর সাথে কিছুক্ষন সময় কাটান : আজকালকার সময়ে বেশিরভাগ স্বামী বা স্ত্রী কর্মক্ষেত্র থেকে অনেক রাতে ক্লান্ত হয়ে বাড়িতে ফেরেন। তাই রাত্রিবেলা অনেকে রোমান্স করার মুডে থাকেননা বা মিলিত হতেও চান না। ফলে দাম্পত্যকলহ দেখা যায়। এটি দূর করার সহজ উপায় হলো সকালবেলা কিছুক্ষন স্বামীর সাথে প্রেমনিবেদন করা। সকাল বেলার মৃদু চুম্বনও কিন্তু আপনার মনকে খুশি করে দিতে পারে।৪. পুজো করুন : সকালবেলা উঠে অনেকেই পুজো করেন। যারা করেননা তারা এখনই শুরু করুন। সকালবেলায় পুজো করলে ভগবানও খুশি হবেন এবং আপনিও মনে মনে শান্তি পাবেন।
৫. গান শুনুন : সকালবেলা প্রেমনিবেদনের সময় আপনার প্রিয় গানগুলি শুনুন। এতে আপনি তাজা অনুভব করবেন।



আমাদের ফেসবুক পেইজ