নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের ফটিকছড়িতে গৃহহীন প্রতিবন্ধী সমর দে পরিবারের জন্য নবনির্মিত গৃহের উদ্বোধন করা হয়েছে। দেশ-বিদেশে অবস্থানরত দাতা ও শুভানুধ্যায়ীদের আর্থিক সহযোগিতায় নির্মিত এ গৃহের উদ্যোগ নেয় সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় টিম। এছাড়াও এই মহতী কার্যক্রমে পৃষ্ঠপোষকতা করেন বাংলাদেশ নাথ কল্যাণ সমিতি। সংগঠনটি পক্ষ থেকে উপহার স্বরুপ পরিবারটির হাতে প্রায় একমাসের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য তুলে দেওয়া হয়।

নতুন ঘর এবং উপহার সামগ্রী পেয়ে উচ্ছ্বসিত সমীর দে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন এবং নাথ কল্যাণ সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গত ৩১শে আগস্ট (রবিবার) নতুন গৃহের ফিতা কেটে উদ্বোধন করেন সাতকানিয়া কালিয়াইশ শ্রীশ্রী লোকনাথ মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সোমনাথ চৈতন্য রুদ্রাক্ষ ব্রহ্মচারী। এসময় আশীর্বাদ প্রদান করেন ফটিকছড়ি কেন্দ্রীয় লোকনাথ সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী উজ্জ্বলানন্দ ব্রহ্মচারী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নাথ কল্যাণ সমিতি চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি ও রয়েল কমিউনিটি চক্ষু হাসপাতালের পরিচালক লায়ন ডা. নারায়ণ দেবনাথ এবং সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সবুজ দাশগুপ্ত শুভ।
সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, “আমাদের এই প্রচেষ্টা মূলত অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। সমাজের বিত্তবান ও প্রবাসী শুভানুধ্যায়ীদের সহযোগিতায় আমরা গৃহহীনদের পাশে দাঁড়াতে চাই। এই গৃহ শুধু একটি ঘর নয়, এটি মানবিকতার প্রতীক। ভবিষ্যতেও আমাদের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”
এসময় সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় টিমের উপদেষ্টাবৃন্দ,সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।