রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ষষ্ঠ পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত ২৫ বছর বয়সে ইতিহাস মৈথিলী ঠাকুরের দাপটপূর্ণ জয় নোয়াখালীর সুবর্ণচরে প্রকাশ্যে হিন্দু যুবক হত্যা ১৩৩ বছরের ঐতিহ্যে রাঙা শারদীয় উৎসব: রাউজানের উত্তর গুজরা সেনবাড়ির দুর্গাপূজা চট্টগ্রামে শারদীয় পূজায় ‘আমাদেরই বসুন্ধরা’ থিমে নজর কাড়ছে এনায়েতপুর ব্রজধাম আরব আমিরাতে শুভ মহালয়া অনুষ্ঠান উদযাপন রাঙামাটিতে রাবিপ্রবি সনাতন বিদ্যার্থী সংসদের বিদ্যার্থী বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত দুর্গাপূজার আধ্যাত্মিক তাৎপর্য ও সমাজকল্যাণে মহাশক্তির আহ্বান—প্রদীপ কুমার সাহা হান্ডিয়াল শ্রী শ্রী জগন্নাথধামের সেবাইত হৃদয় চৈতন্য গোস্বামী আর নেই London Correspondent for Sanatan TV

সিলেটে নাবালিকা হিন্দু কিশোরিকে অ/পহরণ করে ১৩ দিন আটকে রেখে ধ* র্ষ* ণ,গ্রেফতার -১

Spread the love

 

সনাতন টিভি, অনলাইন ডেক্স:-

সিলেটের বিশ্বনাথ উপজেলা থেকে এক সংখ্যালঘু হিন্দু পরিবারের কিশোরী ও জাগরণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীকে অপহরণ করে কোতোয়ালী থানার কাজিটুলার এলাকা একটি বাসায় ১৩ দিন ধরে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগে বিশ্বনাথ থানায় ভিকটিম কিশোরী (১৭)’র মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০’র ৭/৯(১) ধারায় বিশ্বনাথ থানায় মামলা দায়ের করা (মামলা নম্বর ১৭, ৩০.০৫.২০২৫) হয়।
এরপূর্বে বিশ্বনাথ থানা পুলিশ কাজিটুলার (মক্তব পল্লী, বাসা নং ০৭/০৭) ওই বাসা থেকে ভিকটিম কিশোরীকে উদ্ধার এবং অপহরণ ও ধর্ষণকারীর অভিযোগে একমাত্র অভিযুক্ত রবিউল হক রায়হান (১৯)’কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। গ্রেপ্তারকৃত রবিউল হক রায়হান বিশ্বনাথ পৌরসভার বিদায় সুলপানি গ্রামের জহুরুল ইসলামের পুত্র।
থানায় দায়ের করা লিখিত এজাহারে বাদী উল্লেখ করেছেন, বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের বাসিন্দা ভিকটিম কিশোরী বাদীর ২য় কন্যা সন্তান। সে (ভিকটিম) উপজেলার সদর ইউনিয়নের জাগরণ উচ্চ বিদ্যালয় হইতে এবছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেছে। মামলার একমাত্র বিবাদী রবিউল হক রায়হান (১৯) বাদীর পার্শ্ববর্তী বাড়ির জনৈক হেলাল মিয়ার অধীনে প্রতিবেশী সাজুল মিয়ার বাড়িতে কাজের লোক হিসেবে কাজ করে আসতেছে। অভিযুক্ত রবিউল হক রায়হান বাদীর প্রতিবেশী সাজুল মিয়ার বাড়িতে কাজ করার সুবাধে বাদীর নাবালিকা কন্যা (ভিকটিম)’কে একাধিক বার প্রেমের প্রস্তাব করে। ভিকটিম বিষয়টি পনিজ পরিবারের সদস্যদেরকে অবগত করিলে বাদী গ্রেপ্তারকৃত রবিউল হক রায়হান বাদীর নাবালিকা মেয়েকে বিরক্ত না করার জন্য নিষেধ করেন।


এতে গ্রেপ্তারকৃত রবিউল হক রায়হান তাদের উপর ক্ষিপ্ত হয়ে গত ১৮.০৫.২০২৫ ইং তারিখ সন্ধ্যা অনুমান ৭টার দিকে বাদীর নাবালিকা মেয়েকে বাদীর বাড়ির পশ্চিম পার্শ্বে থাকা সাজুল মিয়ার বাড়ির রাস্তা থেকে সু-কৌশলে অপহরণ করে একটি অজ্ঞাতনামা সিএনজি গাড়িতে তুলে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। বাদীর পরিবার মেয়েকে খোঁজাখুঁজির একপর্যায়ে জানতে পারেন গ্রেপ্তারকৃত রবিউল হক রায়হান বাদীর মেয়েকে সিলেট এসএমপির কোতোয়ালী থানার কাজিটুলার (মক্তব পল্লী) জনৈক ফয়ছল আহমদ এর টিনের ঘর (বাসা নং ০৭/০৭) আটক করে রেখেছে। আর এখবর পাওয়ার সাথে সাথে শুক্রবার (৩০ মে) বিশ্বনাথ থানা পুলিশের সাথে যোগাযোগ করেন, এরপর থানা পুলিশ  সেখান থেকে বাদীর নাবালিকা মেয়েকে উদ্ধারপূর্বক মামলার একমাত্র অভিযুক্ত রবিউল হক রায়হানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এসময় জিজ্ঞাসাবাদে বাদীর নাবালিকা মেয়ে ভিকটিম স্কুল শিক্ষার্থী জানায় গ্রেপ্তারকৃত রবিউল হক রায়হান কাজিটুলাস্থ জনৈক ফয়ছল আহমদের টিনের ঘরে রাখিয়া বাদীর নাবালিকা মেয়ে ভিকটিমকে তাহার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করেছে।


মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমরা সিলেট থেকে ভিকটিমকে উদ্ধার ও একমাত্র অভিযুক্ত রবিউল হক রায়হানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি। আর শনিবার গ্রেপ্তারকৃত রবিউল হক রায়হানকে আদালতে প্রেরণ করা হয়েছে।



আমাদের ফেসবুক পেইজ