রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ষষ্ঠ পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত ২৫ বছর বয়সে ইতিহাস মৈথিলী ঠাকুরের দাপটপূর্ণ জয় নোয়াখালীর সুবর্ণচরে প্রকাশ্যে হিন্দু যুবক হত্যা ১৩৩ বছরের ঐতিহ্যে রাঙা শারদীয় উৎসব: রাউজানের উত্তর গুজরা সেনবাড়ির দুর্গাপূজা চট্টগ্রামে শারদীয় পূজায় ‘আমাদেরই বসুন্ধরা’ থিমে নজর কাড়ছে এনায়েতপুর ব্রজধাম আরব আমিরাতে শুভ মহালয়া অনুষ্ঠান উদযাপন রাঙামাটিতে রাবিপ্রবি সনাতন বিদ্যার্থী সংসদের বিদ্যার্থী বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত দুর্গাপূজার আধ্যাত্মিক তাৎপর্য ও সমাজকল্যাণে মহাশক্তির আহ্বান—প্রদীপ কুমার সাহা হান্ডিয়াল শ্রী শ্রী জগন্নাথধামের সেবাইত হৃদয় চৈতন্য গোস্বামী আর নেই London Correspondent for Sanatan TV

হাটহাজারীতে ‘জগন্নাথ মন্দির ধ্বংসকারী ও নামধারী সেবায়ত’ গ্রেফতারের দাবিতে মানববন্ধন

Spread the love

 

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের হাটহাজারীতে শ্রীশ্রী জগন্নাথ মন্দির ধ্বংসের ঘটনায় জড়িতদের ও নামধারী সেবায়তের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পৌরসভার কাচারী সড়কে মন্দির গেটের সামনে ‘শ্রীশ্রী জগন্নাথ দেব সেবক সমিতি’র ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। যেখানে অংশ নেন হাটহাজারী সর্বস্তরের সনাতনী সমাজ। পাশাপাশি ভিন্নধর্মাবলম্বীরাও এই মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে যৌক্তিক সমর্থন প্রকাশ করেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি হরিনারায়ণ রায় এবং অমর সেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সেবক সমিতির সাধারণ সম্পাদক পিযুষ নাথ, অধ্যক্ষ শিব শংকর, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মো. নাছির উদ্দীন, সীতা কালী মন্দিরের সহ-সভাপতি উজ্জ্বল সেন, হাটহাজারী ব্রাহ্মণ সংসদের সভাপতি কাজল চক্রবর্তী, ফটিকা নিতাই বাউল আখড়ার সভাপতি জুয়েন সেন, ফটিকা নবারুণ সংঘের সাধারণ সম্পাদক নয়ন চৌধুরী, বিপুল দে বাপ্পী, দীপংকর চৌধুরী, মুন্সি সুভাষ দে এবং ফটিকা বাউল আখড়ার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মুন্সি।

বক্তারা বলেন, হাটহাজারী বরাবরই সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত। এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে। এক সময় এখানে রথযাত্রার মতো মহোৎসব হতো, যা এখন বন্ধ হয়ে গেছে। তারা অবিলম্বে মন্দির পুনর্নির্মাণ ও রথযাত্রা পুনরায় চালুর দাবি জানান।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন হাটহাজারী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সহ-সভাপতি সজীব নাথ মিরের হাট আদর্শগ্রাম মহাশ্মশান কালী মন্দিরের সেবায়ত পূর্ণানন্দ ব্রহ্মচারী, ফটিকা নবারুণ সংঘের সভাপতি শাপলা সেন, মেখল নাথ ও ব্রাহ্মণ সম্মেলনী সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার নাথ, মেখল পূজা উদযাপন পরিষদের সভাপতি সঞ্জিত কুমার নাথ, বিশিষ্ট রাজনীতিবিদ আজম উদ্দীন, পলাশ সেন এবং ফটিকা সার্বজনীন দুর্গা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সুজন দে সহ আরো অনেকে।



আমাদের ফেসবুক পেইজ