আন্তর্জাতিক ডেস্ক, সনাতন টিভি।
বিহার নির্বাচনে দারুণ চমক, আলিনগর থেকে জয়ী হয়ে ইতিহাস গড়লেন মৈথিলী ঠাকুর।
বিহার বিধানসভা নির্বাচনে নজিরবিহীন সাফল্য পেলেন জনপ্রিয় লোকগায়িকা মৈথিলী ঠাকুর। আলিনগর আসনে মাত্র ২৫ বছর বয়সে বিজেপির প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়ী হয়ে তিনি হয়ে গেলেন বিহারের সবচেয়ে কমবয়সি বিধায়ক।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরজেডি প্রার্থী বিনোদ মিশ্রকে হারিয়ে মৈথিলী ঠাকুর শুধু রাজনীতিতেই নয়—নতুন করে মানুষের হৃদয়েও জায়গা করে নিলেন।
সুরের মঞ্চ থেকে রাজনীতির ময়দান—দুই জায়গাতেই সমান সফলতার প্রমাণ দিলেন এই তরুণী তারকা।