“রণে-বনে-জলে-জঙ্গলে যখনই বিপদে পড়িবে, আমাকে স্বরণ করিও, আমিই রক্ষা করিব শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রক্ষচারীর এই অমরবানী ভক্তরা হৃদয়ে ধারণ করে বিভিন্ন জায়গায় গড়ে তুলেছেন শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রক্ষচারীর শ্রী মন্দির।এই শ্রী মন্দিরে ভক্তি আর বিশ্বাস নিয়ে শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রক্ষচারীর পূজা করে থাকেন।তেমনি বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রাম জেলার ব্যাস্ততম এলাকা আগ্রাবাদ ৩৬ নং গোসাইলডাঙ্গা এলাকায় প্রতিষ্টিত হয়েছে ২০০১ সালে গোসাইলডাঙ্গা শ্রীশ্রী লোকনাথ ধাম। বাবা লোকনাথ জন্মাষ্টমীত তিথিতে ১৮ ভাদ্র ১১৩৭ বঙ্গাব্দ ২৪ পরগণা কচুয়া গ্রামে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রামনারায়ণ ঘোষাল এবং মাতা কমলাদেবী। তিনি ছিলেন তার বাবা-মায়ের ৪র্থ পুত্র। দীক্ষাগুরু হিসেবে ভগবান গাঙ্গুলী/ভগবান চন্দ্র গঙ্গোপাধ্যায়ে নিকট সাধনায় সিদ্ধি লাভ করেন। শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রক্ষচারীরকে শিবকল্প বলা হয়। ত্রিকালদর্শি শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রক্ষচারীর৩৬ নং গোসাইলডাঙ্গা এলাকায় প্রতিষ্টিত নবনির্মি শ্রী মন্দিরটি আগামী ২৪ থেকে ৩১ জানুয়ারী ২০২০ইং পর্যন্ত ৮ দিন ব্যাপী বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান মালায় শুভ উদ্বোধন হতে যাচ্ছে। “গোসাইলডাঙ্গা শ্রীশ্রী লোকনাথ ধাম” শুভ উদ্বোধন নিয়ে জনপ্রিয় অনলাইন টিভি “সনাতন টিভি”র তথ্যচিত্র।