অঞ্জলি রানী বিশ্বাস (১৫) দশম শ্রেণীর হিন্দু স্কুল ছাত্রী ১১ দিন পর উদ্দার হয়েছে বাংলাদেশ মাইনরিটিি ওয়াচের সহযোগিতায় পুলিশের মাধ্যমে 28 জানুয়ারী ২০২০।
আমি অ্যাড রবীন্দ্র ঘোষ { BDMW} আজ ময়মসিংহ জেলায় অপহিত দশম শ্রেণীর হিন্দু স্কুল ছাত্রী অঞ্জলি রানী বিশ্বাসকে উদ্দার করে তার পিতা মাতার হাতে তুলে দিতে পেরে স্বস্তি বোধ করছি ।ময়মনসিংহ জেলার আদালতে আইনি সহায়তা প্রদানের জন্য গিয়েছিলাম, পুলিশ ও আদালত আমাদের মানবাধিকার বিষয়ে সহযোগিতা করছে ।
অঞ্জলি রানী বিশ্বাস আদালতকে বলেছে ” আমি নিরজাতিতা, আমাকে অপহরন করেছে ফিরোজ আহমেদ আকাশ (২০) আমি আমার পিতা মাতার কাছে যেতে চাই ” বিচারক ভিকটিম কে পিতা মাতার জিম্মায় প্রদান করে আসামি অপহরণকারী ফিরোজ আহমেদ আকাশ কে জেল হাজতে প্রেরন করে । উল্লেক্ষ্য যে গত ১৮ জানুয়ার্য,২০ ফিরোজ আহমেদ আকাশ সহ আরও অনেক ভিকটিম কে মুসলমান ধর্মে ধর্মান্তর করার জন্য সব আয়োোজন সমাপ্ত করেছিল ।
অঞ্জলি রানীর পিতা মাতা বাংলাদেশ মাইনরিটি ওয়াচের নিকট কৃতজ্ঞ ।