বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কলকাতায় ঐতিহাসিক গীতাপাঠ আয়োজনের প্রস্তুতি চূড়ান্ত শারজাহ সার্বজনীন শারদীয় শ্রীশ্রী দুর্গাপূজার পূর্ণমিলনী অনুষ্ঠান সম্পন্ন কন্যাই লক্ষ্মী নবজাতকের খুশিতে হিন্দু দম্পতির ফলের চারা উপহার খুলনার দাকোপে বিএনপি নেতা কর্তৃক সংখ্যালঘু হিন্দু নারীকে ধর্ষণের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামের ফটিকছড়িতে হিন্দু কৃষকের কাটা ধান আগুনে পুড়ে ছাই করেছে দুর্বৃত্তরা বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় গুরু সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাথেরের মহাপ্রয়াণ বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু যুক্তফ্রন্টের ৫১ সদস্যের আংশিক কমিটি ঘোষণা বান্দরবানে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ষষ্ঠ পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত ২৫ বছর বয়সে ইতিহাস মৈথিলী ঠাকুরের দাপটপূর্ণ জয় নোয়াখালীর সুবর্ণচরে প্রকাশ্যে হিন্দু যুবক হত্যা

কন্যাই লক্ষ্মী নবজাতকের খুশিতে হিন্দু দম্পতির ফলের চারা উপহার

Spread the love

 

অনলাইন ডেস্ক – সনাতন টিভি

বাগেরহাটের চিতলমারীতে সন্তান জন্ম নেওয়ায় গ্রামজুড়ে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা উপহার দিয়েছেন এক দম্পতি। সন্তানকে স্বাগত জানিয়ে নিজ গ্রামের দুই শতাধিক পরিবারের মাঝে আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, সফেদাসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা উপহার দেন তারা।
শুক্র ও শনিবার (৭ ও ৮ নভেম্বর) ব্যতিক্রমী এই আয়োজন করেন চিতলমারী উপজেলার কালশিরা গ্রামের মাধব চন্দ্র ব্রহ্ম ও তার স্ত্রী সাথী রানী ব্রহ্ম।


চলতি বছরের ২০ মে এই দম্পতির ঘরে জন্ম নেয় এক কন্যা সন্তান। নাম রাখা হয় সম্প্রীতি ব্রহ্ম মৌলী। নবজন্মের আনন্দকে শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজ ও প্রকৃতির সঙ্গে ভাগ করে নিতে এই উদ্যোগ বলে জানান সম্প্রীতির বাবা-মা।মাধব চন্দ্র ব্রহ্ম বলেন, সম্প্রীতির জন্মের পর আমরা নিজেদের মধ্যে আলোচনা করে এই সিদ্ধান্ত নিই। আমাদের মেয়ে যে গ্রামে বড় হবে, সেই গ্রামের আলো-বাতাস যেন বিশুদ্ধ, সুন্দর ও স্নিগ্ধ থাকে— এই ভাবনা থেকেই এই আয়োজন। গাছগুলো যেমন আমাদের সন্তানের সঙ্গে বড় হবে, তেমনি একদিন ফলে ভরে উঠবে আমাদের এ গ্রাম।
সম্প্রীতির মা সাথী রানী ব্রহ্ম বলেন, এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা অল্প অল্প করে টাকা জমিয়েছি। এর সঙ্গে সন্তান জন্মের পর বিভিন্ন আত্মীয়-স্বজনের কাছ থেকে পাওয়া উপহারের টাকা মিলিয়ে আমরা গাছগুলো কিনেছি।২০১৩ সালে বছরের ১৫ ডিসেম্বর পারিবারিকভাবে চিতলমারী সদর ইউনিয়নের কালশিরা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মাখন লাল ব্রাহ্মণের ছেলে মাধব চন্দ্র ব্রাহ্মণের সঙ্গে রায় গ্রামের অমল ঢালীর মেয়ে সাথী ঢালীর বিয়ে হয়। বিয়ের পর নিজেদের বউভাতের খরচ বাঁচিয়ে এলাকার স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝে সহস্রাধিক বই বিতরণ করেছিলেন এই দম্পতি। সম্প্রীতি ব্রহ্ম মৌলীই তাদের প্রথম সন্তান।



আমাদের ফেসবুক পেইজ