সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনার দাকোপে বিএনপি নেতা কর্তৃক সংখ্যালঘু হিন্দু নারীকে ধর্ষণের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামের ফটিকছড়িতে হিন্দু কৃষকের কাটা ধান আগুনে পুড়ে ছাই করেছে দুর্বৃত্তরা বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় গুরু সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাথেরের মহাপ্রয়াণ বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু যুক্তফ্রন্টের ৫১ সদস্যের আংশিক কমিটি ঘোষণা বান্দরবানে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ষষ্ঠ পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত ২৫ বছর বয়সে ইতিহাস মৈথিলী ঠাকুরের দাপটপূর্ণ জয় নোয়াখালীর সুবর্ণচরে প্রকাশ্যে হিন্দু যুবক হত্যা ১৩৩ বছরের ঐতিহ্যে রাঙা শারদীয় উৎসব: রাউজানের উত্তর গুজরা সেনবাড়ির দুর্গাপূজা চট্টগ্রামে শারদীয় পূজায় ‘আমাদেরই বসুন্ধরা’ থিমে নজর কাড়ছে এনায়েতপুর ব্রজধাম আরব আমিরাতে শুভ মহালয়া অনুষ্ঠান উদযাপন

বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় গুরু সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাথেরের মহাপ্রয়াণ

Spread the love

 

স্টাফ রিপোর্টার | সনাতন টিভি

বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় গুরু, একুশে পদকপ্রাপ্ত, চট্টগ্রাম বৌদ্ধবিহারের অধ্যক্ষ মহামান্য সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাথের মহোদয় পরলোকগমন করেছেন। তার মহাপ্রয়াণে দেশে-বিদেশে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।গত বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় শতবর্ষ।
ধর্মগুরুর জীবনী ও অবদান ড. জ্ঞানশ্রী মহাথের ছিলেন বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের ১৩তম সংঘরাজ।
ধর্মপ্রচার, মানবসেবা, শিক্ষা বিস্তার, অনাথ শিশু ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো—তার জীবনের প্রতিটি অধ্যায় জুড়ে ছিল মানবকল্যাণের ব্রত।
১৯৪৪ সালে তিনি শ্রামণ্য ধর্ম গ্রহণ করেন।
১৯৪৯ সালে সন্ন্যাসীভা​ব গ্রহণের মাধ্যমে পূর্ণভাবে ধর্মচর্চায় আত্মনিয়োগ করেন।
দীর্ঘ কয়েক দশক তিনি চট্টগ্রাম বৌদ্ধবিহারের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।
২০২২ সালে তাকে একুশে পদকে ভূষিত করা হয়।
দেশ-বিদেশে তিনি অসংখ্য সম্মাননা ও অভিধায় ভূষিত হন।তার শান্ত, নিরহংকারী এবং মানবিক শিক্ষার কারণে তিনি শুধু বৌদ্ধ সম্প্রদায় নয়, অন্যান্য ধর্মাবলম্বীদের মাঝেও ছিলেন সমানভাবে সম্মানিত।
শোকস্তব্ধ দেশব্যাপী বৌদ্ধ সম্প্রদায়
বৌদ্ধ সংঘরাজ ভিক্ষুসভা, বিভিন্ন বিহার, ধর্মীয় সংগঠন ও বৌদ্ধ কল্যাণমূলক প্রতিষ্ঠান তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছে। তার শিষ্য ও অনুসারীরা জানান—
“তিনি ছিলেন এক আলোকবর্তিকা; তার চলে যাওয়া আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।”
মরদেহ চট্টগ্রামের রাউজান উপজেলায় নেওয়া হবে। সেখানে ধর্মীয় আচার ও শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে বিহার কর্তৃপক্ষ জানিয়েছে।
সনাতন টিভির পক্ষ থেকে গভীর শোক
বৌদ্ধ ধর্মের এই মহান গুরুর মহাপ্রয়াণে সনাতন টিভি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছে।
তার কর্ম, দর্শন ও মানবসেবা বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি ও মানবকল্যাণে যুগযুগ ধরে অনুপ্রেরণা হয়ে থাকবে।



আমাদের ফেসবুক পেইজ