সনজিত কুমার শীল।
আরব আমিরাত।
সংযুক্ত আরব আমিরাত শারজা প্রথমবারের মতো উদযাপিত সার্বজনীন শারদীয় দূর্গা পূজার পূর্ণমিলনী অনুষ্ঠান বিজয়া সম্মেলনি গতকাল ১৬ই নভেম্বর ২০২৫ আল দাহিদ ফার্ম হাউসে শ্রী প্রবীর কুমার সাহা মহোদয়ের উদ্বোধনে শ্রীমতি শান্তা ভৌমিক এর সভাপতিত্বে এবং শ্রীউজ্জ্বল দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী শ্রী তপন সরকার।

মহান অতিথি শ্রী নুপুর কুমার ভৌমিক,বিশেষ অতিথি শ্রী মৃনাল কান্তি ধর ( মিলন)
শ্রীমতি জয়শ্রী সাহা,
শ্রীমতি শীর্ষা ব্যানার্জি,
শ্রীমতি সুবর্ণাদাশ (মনি)
শ্রী প্রদীপ ভট্টাচার্য
শ্রী আবির ভট্টাচার্য,
শ্রীরাজা দাশ সহ অসংখ্য বহুগুণে গুণান্বিত এই পুজোর শুভাকাঙ্ক্ষীগণ। বিশাল এই পূর্ণমিলনী অনুষ্ঠানে আমিরাতের সাতটি প্রদেশের মন্দির থেকে প্রতিনিধিত্ব করেন মোছাফ্ফাহ সনাতনী গীতা সংঘ, আবুধাবি জ্যোতি লোকনাথ সেবাশ্রম,শারজাহ প্রবাসী পার্থ সারথি গীতা সংঘ, আজমান শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রে সৎসঙ্গ কেন্দ্রীয় মন্দির, রাস আল খাইমাহ প্রবাসী গীতা সংঘ শ্রীকৃষ্ণ মন্দির, মামুরা জ্যোতি লোকনাথ সেবাশ্রম, আল আইন শ্রীশ্রী লোকনাথ মন্দির, রাস আল খাইমাহ শ্রীশ্রী অনুকুল ঠাকুরের শাখা সৎসঙ্গ, রাস আল খাইমাহ শ্রীশ্রী রাম ঠাকুর কেন্দ্রীয় মন্দির সহ আরো উপস্থিত ছিলেন আল দাহিদের অতিথিবৃন্দ। অনুষ্ঠানে অতিথিদের পুষ্পবরন, ক্রেস্ট প্রদান, আলোচনা সভা ও মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান পরিসমাপ্তি হয়।।