শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নোয়াখালীর সুবর্ণচরে প্রকাশ্যে হিন্দু যুবক হত্যা ১৩৩ বছরের ঐতিহ্যে রাঙা শারদীয় উৎসব: রাউজানের উত্তর গুজরা সেনবাড়ির দুর্গাপূজা চট্টগ্রামে শারদীয় পূজায় ‘আমাদেরই বসুন্ধরা’ থিমে নজর কাড়ছে এনায়েতপুর ব্রজধাম আরব আমিরাতে শুভ মহালয়া অনুষ্ঠান উদযাপন রাঙামাটিতে রাবিপ্রবি সনাতন বিদ্যার্থী সংসদের বিদ্যার্থী বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত দুর্গাপূজার আধ্যাত্মিক তাৎপর্য ও সমাজকল্যাণে মহাশক্তির আহ্বান—প্রদীপ কুমার সাহা হান্ডিয়াল শ্রী শ্রী জগন্নাথধামের সেবাইত হৃদয় চৈতন্য গোস্বামী আর নেই London Correspondent for Sanatan TV দেশের প্রতিটি জেলায় মডেল মন্দির নির্মাণের ঘোষণা শ্রীশ্রী রাধাকৃষ্ণ জীউর মন্দিরের সার্বজনীন শারদীয় দুর্গাপূজা কমিটি গঠন

শ্রীশ্রী রাধাকৃষ্ণ জীউর মন্দিরের সার্বজনীন শারদীয় দুর্গাপূজা কমিটি গঠন

Spread the love

 

হাটহাজারী উপজেলার উত্তর ফতেয়াবাদ নন্দীরহাটে শতবছরে পুরনো শ্রীশ্রী রাধাকৃষ্ণ জীউর মন্দিরের (ধর্মঘর) এর মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে সার্বজনীন শারদীয় দুর্গাপূজা কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার বিকালে শ্রীশ্রী রাধাকৃষ্ণ জীউর মন্দির (ধর্মঘর) প্রাঙ্গণে সভায় সভাপতিত্বে করেন মন্দির পরিচালনা কমিটি সভাপতি প্রকৌশলী প্রদীপ সাহা।

এবারের সার্বজনীন শারদীয় দুর্গাপূজার কমিটিতে সুজন চৌধুরীকে সভাপতি এবং সুমন গোস্বামীকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়েছে। নব গঠিত সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উদযাপন পরিষদ অন্যান্যরা হলেন- প্রধান সমন্বয়কারী মৃণাল কান্তি সূত্রধর, প্রধান পৃষ্ঠপোষক রাজীব মিত্র, সহ সভাপতি রিটন সাহা, সহ সভাপতি বিদ্যুৎ সাহা, সহ সাধারণ সম্পাদক রনি মল্লিক, সহ সাধারণ সম্পাদক শুভাশীষ রাহা, সহ সাধারণ সম্পাদক জিকু সাহা, অর্থ সম্পাদক লিটন সাহা, সহ অর্থ সম্পাদক রাকেশ সাহা, সহ অর্থ সম্পাদক ধ্রুব সাহা, সাংগঠনিক সম্পাদক জয় সাহা রকি, সহ সাংগঠনিক সম্পাদক সম্পূর্ণ সাহা, সহ সাংগঠনিক সম্পাদক সঞ্জয় দে, সহ সাংগঠনিক সম্পাদক নিলয় সাহা, দপ্তর সম্পাদক যীশান সাহা, সহ দপ্তর সম্পাদক প্রীতম সাহা, সহ দপ্তর সম্পাদক হিমেল সাহা, সহ দপ্তর সম্পাদক অনুভব সাহা, সহ দপ্তর সম্পাদক দ্বীপ্ত সাহা, সাংস্কৃতিক সম্পাদক ঋত্বিক সাহা, সহ সাংস্কৃতিক সম্পাদক জয় গোপাল সাহা, সহ সাংস্কৃতিক সম্পাদক নিলয় দাশ, প্রচার সম্পাদক প্রলয় সাহা, সহ প্রচার সম্পাদক পার্থ দাশ, সহ প্রচার সম্পাদক বিজয় সাহা, সহ প্রচার সম্পাদক প্রীতম সাহা সহ ও প্রচার সম্পাদক জয়রাজ সাহা।
কমিটিতে সদস্যরা হলেন- শায়ন দাশ, অনিক সাহা, সুদীপ্ত দাশ, শান্ত দাশ, বিষ্ণু সাহা, অপূর্ব সাহা, বর্ষন সাহা, জয়ন্ত দাশ, তীর্থ দাশ, পাভেল দাশ জিতু, সৌরভ সাহা, অর্ঘ্য সাহা, পুনম সাহা, নীড় সাহা ও রমণ সাহা।

উলেখ্য আগামী ২১শে সেন্টেম্বর শুভ মহালয়া থেকে ০২ অক্টোবর পর্যন্ত সারাদেশে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠিত হবে। তবে মহাষষ্ঠী থেকে পুজা শুরু হয় এরই ধারাবাহিকতায় শ্রী শ্রী রাধাকৃষ্ণ জীউর মন্দিরের ধর্মঘর পূজা কমিটি বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যে দিয়ে দেবী দুর্গা আরাধনা আয়োজন করেছে। -প্রেস বিজ্ঞপ্তি



আমাদের ফেসবুক পেইজ