রবিবার, ১৯ মে ২০২৪, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে বিনাজুরীতে অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ ও ভাগবতীয় আলোচনা সভা অনুষ্ঠিত ৫৬৭ বৎসরের পুরনো কিশোরগঞ্জের শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীবাড়ি মন্দির সনাতনী শিক্ষা প্রচার সংঘের কেন্দ্রীয় পূর্নাঙ্গ কমিটি ঘোষণা  আমিরাতে জাতীয় হিন্দু মহাজোট আহ্বায়ক কমিটির উদ্যোগে শুভ মহারাম নবমী উদযাপন শ্রীমঙ্গলে সনাতনী বৈদিক গীতা স্কুল এর শুভ উদ্বোধন বাংলাদেশে ধর্মান্তরকরণে সাম্প্রদায়িক গোষ্ঠীর নতুন মিশন! বাড়ছে উদ্বেগ চট্টগ্রামে মানবাধিকার কর্মীর নামে বিভিন্ন ফেইক আইডি খুলে উস্কানিমূলক পোস্ট এর বিরুদ্ধে থানায় জিডি ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে শরীয়তপুর ও ময়মনসিংহে দুজন গ্রেফতার।। শ্রীমঙ্গলে উপজেলা ভাইস চেয়ারম্যান ও তাঁর স্বামীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ঝিনাইদহ ও ইসকন ঝিনাইদহের উদ্যোগে পথচারীদের মাঝে বিশুদ্ধ পানীয় জল ও শরবত বিতরণ।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহা‌জোট, বোয়ালখালী উপ‌জেলা শাখার পুণ‌র্মিলনী অনুষ্ঠান সম্পন্ন

Spread the love

বাংলা‌দেশ জাতীয় হিন্দু মহা‌জোট, বোয়ালখালী উপ‌জেলা শাখার পুণ‌র্মিলনী অনুষ্ঠান ২৭ নভেম্বর ~২০২০ শুক্রবার শ্রী শ্রী চ‌ণ্ডিতীর্থ মেধস মু‌নির আশ্রম প্রাঙ্গ‌ণে বাংলা‌দেশ জাতীয় হিন্দু মহা‌জোট, বোয়ালখালী উপ‌জেলা শাখার সভাপ‌তি পলাশ ম‌ল্লি‌কের সভাপ‌তি‌ত্বে এবং সাধারণ সম্পাদক সুমন দে’র সঞ্চালনায় অনু‌ষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে মেধস মু‌নি আশ্রমের পুরোহিত শ্রী চন্দন চক্রবর্তীর মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য‌দি‌য়ে অনুষ্ঠা‌নের শুভ উ‌দ্বোধন করা হয়।

অনুষ্ঠা‌নে অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন বাংলা‌দেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য প‌রিষ‌দ, বোয়ালখালী উপ‌জেলার সভাপ‌তি এবং সা‌বেক ইউ‌পি চেয়ারম্যান সুব্রত বিশ্বাস (সি‌কিম) বাংলা‌দেশ পূজা উদযাপন প‌রিষ‌দ, বোয়ালখালী উপ‌জেলা শাখার সভাপ‌তি শ্যামল বিশ্বাস, বাংলা‌দেশ জাতীয় হিন্দু মহা‌জোট, চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব বলভদ্র অনুগা, শ্যামল দাশ রানা যুগ্ম সদস্য সচিব চট্টগ্রাম মহানগর হিন্দু মহাজোট,রতন দাশ সজল স্মনয়ক চট্টগ্রাম মহানগর হিন্দু মহাজোট,ইঞ্জিনিয়ার নিউটন দাশ সদস্য চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি অলক দাশ আহ্বায়ক,কর্ণফুলী থানা চট্টগ্রাম।

উক্ত অনুষ্ঠান শেষে শুভ দে আহ্বায়ক প্রান্ত দাশ কে সদস্য সচিব করে, ৪১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট বোয়ালখালী উপজেলা শাখার অনুমোদন প্রদান করা হয়।
 
এই সময় অনুষ্ঠানে বক্তারা বলেন সারা বাংলাদেশে হিন্দুদের ওপর অন্যায় ও অযৌক্তিকভাবে ধর্ম অবমাননার অজুহাত তুলে ঘরবাড়ি ভাঙচুরসহ নির্যাতন,নিপীড়ন চলছে, পত্রিকার পাতা খুললে এসব চিত্র দেখতে পাওয়া যায়। বক্তরা হিন্দু নির্যাতন বন্ধে সরকারের সুদৃষ্টি কামনা করেন। হিন্দু মহাজোট ও যুব মহাজোটের সদস্যদের উদ্দেশ্যে বক্তরা বলেন এ্যাড.গোবিন্দ চন্দ্র প্রামানিক হচ্ছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর প্রতিষ্ঠাতা,

তার দল থেকে বহিস্কৃত কিছু কুচক্রী মহল নামমাত্র কিছু কমিটি দিয়ে জনমনে বিভ্রান্তি ছড়াছে এদের শক্ত হাতে প্রতিহত করার প্রত্যয় ব্যক্তকরেন। এবং শ্রী শ্রী চণ্ডীতীর্থ মেধস আশ্রমকে বাংলাদেশের জাতীয় তীর্থস্থান ঘোষনারও দাবি জানান।।



আমাদের ফেসবুক পেইজ